Encounter Specialist: এনকাউন্টার স্পেশালিষ্ট প্রদীপ শর্মার যাবজ্জীবন হাজতবাসের আদেশ

মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশালিষ্ট প্রদীপ শর্মার যাবজ্জীবন কারাবাসের আদেশ দিল বম্বে হাইকোর্ট। ২০০৬ সালে একটি ফেক এনকাউন্টার মামালায় মঙ্গলবার বম্বে আদালত এই রায় দিয়েছে। লক্ষণ…

মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশালিষ্ট প্রদীপ শর্মার যাবজ্জীবন কারাবাসের আদেশ দিল বম্বে হাইকোর্ট। ২০০৬ সালে একটি ফেক এনকাউন্টার মামালায় মঙ্গলবার বম্বে আদালত এই রায় দিয়েছে। লক্ষণ ভাইয়া ওরফে রামনারায়ণ গুপ্তাকে ২০০৬ সালে এনকাউন্টার করেন মুম্বই পুলিশের তৎকালীন এনকাউন্টার স্পেশালিষ্ট প্রদীপ শর্মা, সেই এনকাউন্টারকে ‘ফেক’ বলল বম্বে শীর্ষ আদালত।

মুম্বইয়ে যে সময়ে আন্ডারওয়ার্ল্ড-এর দৌরাত্ম্য, যে সময়ে বাণিজ্যনগরীতে গ্যাংওয়ার একদম জলের মতো সহজ বিষয় সেই সময় সাব ইনস্পেক্টর প্রদীপ শর্মা আন্ডারওয়ার্ল্ড-এর ত্রাস হয়ে ওঠেন। একা হাতেই শেষ করেন মুম্বইনগরীর গ্যাংস্টারদের। তাঁকে এনকাউন্টার জগতের ধ্রুবতারা আখ্যা দেওয়া হয়। কিন্তু তার জীবন অধ্যায়ের বিভিন্ন পাতায় র‍য়েছে বিভিন্ন অভিযোগ। কখনো তাঁর বিরুদ্ধে এসেছে তোলা তোলার অভিযোগ আর কখনও ফেক এনকাউন্টারের। ২০০৮ সালে তাঁকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ ছিল তিনি আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের থেকে তোলা তোলেন।

প্রসঙ্গত লক্ষণ ভাইয়া ওরফে রামনারায়ণ গুপ্তা ছোটা রাজনের লোক ছিল। ২০০৬ সালে এনকাউন্টারে ১২জন শামিল ছিল। তবে দেখার বিষয় এনকাউন্টার স্পেশালিষ্ট প্রদীপ শর্মা কি সুপ্রিম কোর্টে যাবে কিনা। উল্লেখ্য পুলিশের চাকরি ছাড়ার পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন।