পুর নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন, হবে সিবিআই তদন্ত

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের। ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন। পুর – নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন…

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন, হবে সিবিআই তদন্ত

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের। ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন। পুর – নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। দুই সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ হলে গেল রাজ্যের আবেদন। সুতরাং পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে আর কোনও বাধা রইল না।

রাজ্যের আইনজীবী বলেছিলেন, এখানে রাজ্য সরকারের অফিসারদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে রাজ্যের অনুমতি ছাড়াও। যে কারণে যে এফআইআর করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। আরও অভিযোগ, সরকার হাইকোর্টে আবেদন করতেই ৭ জুন তদন্তের নামে অফিসারদের ঘন্টার পর ঘন্টা হেনস্থা করেছিল।

Advertisements

প্রসঙ্গত, ৭ জুন পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ১৪ টি পুরসভা-সহ ২০ টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধাননগরের পুর দফতরের নগরায়ন ভবনেও তল্লাশি চলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সর্বোচ্চ আদালত সেখানে রক্ষাকবচ দেয়নি। মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনিও একই রায় বহাল রেখে ছিলেন।