Bonny Sengupta: কুন্তলের থেকে নেওয়া নিয়োগ দুর্নীতির ৪০ লক্ষ টাকা ফেরত দিলেন বনি

148
Bengal Recruitment Corruption

নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Corruption) মামলায় ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে আর্থিক লেনদেনের যোগ মিলতেই অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) তলব করে ইডি৷ দুই দফার জিজ্ঞাসাবাদের পর কুন্তলের থেকে নেওয়া নিয়োগ দুর্নীতির ৪০ লক্ষ টাকা ফেরত দিলেন অভিনেতা৷ সূত্রের খবর, বৃহস্পতিবার সেই টাকা ফেরত দিয়েছেন তিনি। সরাসরি ইডির কাছে কুন্তল সেই টাকা পাঠিয়েছেন বলে জানা গেছে৷

অভিযোগ, ২০১৭ সালে সিনেমার অগ্রিম বাবদ ৪০ লক্ষ টাকার বিনিময়ে একটি গাড়ি কুন্তলের থেকে নিয়েছিলেন বনি৷ কিন্তু তিনি পরে সেই টাকা কাজ করে শোধও করেন৷ কিন্তু বনির সঙ্গে চুক্তি কীসের ভিত্তিতে হয়েছিল? ইডির কাছে কোনও লিখিত চুক্তি দিতে পারেননি অভিনেতা। তাঁর কথায়, ব্যক্তিগত সম্পর্ক থেকেই সেই টাকার চুক্তি হয়েছিল।

চলতি সপ্তাহেই বনিকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। সিজিও থেকে বেরনোর পথে বনিকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে বনি বলেছিলেন, তিনি এই বিষয়ে ভেবে দেখবেন।অবশেষে টাকা ফেরত দিলেন তিনি।

একইসঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বনি জানিয়েছিলেন, আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল, তা জমা দিয়েছে। সব কথা হয়ে গিয়েছে। এ বার যা বলার ইডি বলবে। আশা করি আমায় আর ডাকা হবে না। আমায় আর এ ভাবে হেনস্থা করবেন না। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কুন্তলের দেওয়া টাকা তাঁর নিজের পারিশ্রমিক। পাশাপাশি শান্তনুর সঙ্গে তাঁর যোগাযোগ নেই বলেও জানিয়েছেন অভিনেতা।