Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! যাত্রীদের মধ্যে তুমুল চাঞ্চল্য

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক! বুধবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি মেল আসে। তাতে লেখা ছিল, কলকাতা বিমানবন্দর চত্বরে বোমা রাখা আছে। এই খবর ছড়িয়ে…

Kolkata-airport

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক! বুধবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি মেল আসে। তাতে লেখা ছিল, কলকাতা বিমানবন্দর চত্বরে বোমা রাখা আছে। এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপাতত বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে, গোটা চত্বর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ। পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের সিকিউরিটি চেকিং আরও কড়া ভাবে হচ্ছে। চেক-ইন-ব্যাগেজ এবং কেবিন ব্যাগেজ এর দিকেও নজর রাখা হচ্ছে। মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে। আইপি অ্যাড্রেসের সন্ধান চালাচ্ছে সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের সাইবার শাখা।

সূত্রের খবর, বেশ কয়েকজন সন্দেহভাজন যাত্রীকে আলাদাভাবে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে। পার্কিং লট সহ এয়ারপোর্ট অফরিটি অফ ইন্ডিয়ার অফিসগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার গাড়ি এয়ারপোর্টে আসে। তাই সেই সমস্ত গাড়ির দিকেও কড়া নজর রাখা হচ্ছে।

২০২৩ সালের জুন মাসেও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের একটি বিমানের। সেটি টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। আচমকা এক যাত্রী বিমানে বোমা রাখা আছে পড়ে চিৎকার শুরু করেন। আতঙ্ক ছড়ানোর অভিযোগে জন জাভেদ কাজি নামে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল।