Digha:স্কুলের মধ্যে হয়েই চলেছে বৃষ্টি! দীঘার স্কুলে তাজ্জব কাণ্ড

এই চাঁদিফাটা গরমে একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে গোটা বাংলা, সেখানি নাকি স্কুলের মধ্যে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। তাও আবার দীঘায়! স্থানীয়…

এই চাঁদিফাটা গরমে একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে গোটা বাংলা, সেখানি নাকি স্কুলের মধ্যে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। তাও আবার দীঘায়! স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীঘার একটি নার্সারি স্কুলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জানা গিয়েছে এই বৃষ্টি আসল নয়! এটা কৃত্রিম বৃষ্টি। প্রবল গরমে খুদে পড়ুয়াদের স্বস্তি দিতে এই কৃত্রিম বৃষ্টির ভাবনা মাথায় আসে স্কুলের প্রধান শিক্ষকের৷ ফলে যতক্ষণ পড়ুয়ারা স্কুলে থাকছে, ততক্ষণ টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছে৷

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে, এই বেসরকারি স্কুলটির নাম আনন্দ নিকেতন নার্সারি স্কুল৷ নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সেখানে পড়াশোনা চলে৷ এই স্কুলের চালে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। কিন্তু কী করে, জানা গিয়েছে যে মোটরের সাহায্যে জল তুলে বাগানে জল দেওয়ার জন্য ব্যবহৃত জলের ফোয়ারা ব্যবহার করে এই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে৷

   

তবে এই উদ্যোগের পিছনে রয়েছে স্কুলের প্রধান শিক্ষক গোপীকৃষ্ণ শাসমল! তাঁর মাথায় প্রথম আসে এই বুদ্ধি। এই গরমে যাতে ক্লাসের ভিতর তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং স্কুলের শিশুরা যাতে নিশ্চিতে পড়াশুনা চালিয়ে যেতে পারে সেই জন্যই তিনি এই ব্যবস্থা করেন। এই উদ্যোগে অভিভাবকরাও বেজায় খুশি তবে এর জন্য ব্যবহৃত জলের পরিমাণও কম নয় তাই জলের অপচয়ের দিকটাও মাথায় রাখছে স্কুল।