Hasnabad blast: ভোটের মুখে হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ

ভোটের মুখে ফের বিস্ফোরণের খবর উঠে এলো শিরোনামে। সন্দেশখালির ঘটনায় এমনিতেই রাজ্যরাজনীতি তোলপাড়, এর মধ্যে বিস্ফোরণের খবর পাওয়া গেল হাসনাবাদ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে…

kunal

ভোটের মুখে ফের বিস্ফোরণের খবর উঠে এলো শিরোনামে। সন্দেশখালির ঘটনায় এমনিতেই রাজ্যরাজনীতি তোলপাড়, এর মধ্যে বিস্ফোরণের খবর পাওয়া গেল হাসনাবাদ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে মজুত করা বোমা বিস্ফোরণ হয় বলেই অভিযোগ। ওই পরিবারেরই এক সদস্য জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু এই ভোটের মধ্যে বোমা এলো কোথা থেকে? এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় এই বিস্ফোরণের শব্দে আশেপাশে কয়েকটি বাড়ি থেকে স্থানীয়রা ছুটে আসে। তৃণমূল নেতা কুণাল ঘোষের সমাজমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে ওই বাড়িটি বিজেপি নেতা নিতাই দাসের ভাইয়ের। এছাড়াও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে রান্নাঘরের একধারে একটি বোমা ফাটে। বোমার আঘাতে জখম হয়েছেন একজন।

এই ঘটনা ঘটার পরই তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে পোস্ট করে বিষয়টি তুলে ধরেছেন। যদিও ভোটের মুখে এই বিস্ফোরণে কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে, এমন মনে করছেন অনেকে। ভোটের অশান্তির উদ্দেশ্যেই কি এই বোমা মজুত ছিল, খতিয়ে দেখছে পুলিশ।