Loksabha election 2024:ভরদুপুরে মুখে গামছা বেঁধে এসে বোমা ছুঁড়ল দুষ্কৃতী, অভিযোগ তীর তৃণমূলের দিকে

মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফাতে একের পর এক অশান্তির ঘটনা সামনে এসেছে। কখন বুথ জ্যাম আবার কখনও ভুয়ো এজেন্টকে ধরতে ছুটেছেন সিপিএম প্রার্থী। কখন আবার…

bomb

মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফাতে একের পর এক অশান্তির ঘটনা সামনে এসেছে। কখন বুথ জ্যাম আবার কখনও ভুয়ো এজেন্টকে ধরতে ছুটেছেন সিপিএম প্রার্থী। কখন আবার তৃণমূল সমর্থকরা ভোটের লাইন ঠিক করে দিচ্ছেন এমন চিত্রও সামনে এসেছে। অন্যদিকে আজ ভোররাতে বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ঘটেছে এক কংগ্রেস নেতার বাড়িতে। ভোট শুরু হওয়ার পড়ে এক তৃণমূল নেতার বাড়ি থেকে একটু দূরে বোম পড়ার ঘটনা ঘটেছে। কমিশনে অভিযোগের পাহাড় জমা পড়েছে। সেই অভিযোগের পাহাড়ে এবার যুক্ত হলো রতুয়ার বোমাবাজির ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনা এলাকায় ৷ সাধারণ ভোটারদের ভয় দেখাতেই তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের ৷ তবে এই নিয়ে ভিন্ন সুর পোষণ করেছে তৃণমূল। এক স্থানীয় গ্রামবাসীর বক্তব্য ” মিনিট পনেরো আগে দু’টো লোক বাইকে চেপে আসে ৷ দু’টো বোমা ছুড়ে ওরা চলে যায় ৷ এটা তৃণমূলের চক্রান্ত ৷ পঞ্চায়েত ভোটে ওরা বুথ দখল করে নিয়েছিল ৷ এবারও ওদের ভোট ভালো হচ্ছে না ৷ তাই ওরা বোমাবাজি করে মানুষকে ভয় দেখাতে চাইছে।

   

তবে যদিও রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয়কুমার সিনহা দাবি করেছেন, “এসব বিরোধীদের চক্রান্ত ৷ এতক্ষণ পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে আমাদের প্রার্থী জিতে গিয়েছেন ৷ পায়ের তলায় মাটি ফিরে পেতে তারা এসব নাটক করছে ৷” অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম বলেন, “দুর্নীতি, কেলেঙ্কারি, চুরি-সহ নানা বিষয়ে মানুষ এখন তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ ৷ তৃণমূল জানে, এই ভোটে ওদের ভরাডুবি হবে ৷ ওরা চেয়েছিল, পঞ্চায়েতের মতো লুট করে ভোটে জিতবে ৷