Attack on ED: সন্দেশখালিতে হামলার পর লুঠ ইডির ল্যাপটপ, ফাইল

দিনভর উত্তপ্ত সন্দেশখালি। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশির আগেই মার খেয়ে রক্তাক্ত (Attack on ED) হয় ইডি অফিসারদের রক্ষীরা। তীব্র উত্তেজনার মধ্যে…

Sandeshkhali, ED officials

দিনভর উত্তপ্ত সন্দেশখালি। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশির আগেই মার খেয়ে রক্তাক্ত (Attack on ED) হয় ইডি অফিসারদের রক্ষীরা। তীব্র উত্তেজনার মধ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আনিয়ে চলে অভিযান। ইতিমধ্যেই তল্লাশির সময় হামলায় জড়িত একাধিক তৃণমূল সমর্থককে আটক করা হয়েছে।

এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে সরবেরিয়ায় হামলার পর উধাও হয়ে গিয়েছে ইডির একটি ল্যাপটপ। তদন্তকারী অফিসারদের উপর হামলা চালানোর পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না একটি ল্যাপটপ, এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। ল্যাপটপটি ইডির কোনও একজন অফিসারের সঙ্গে ছিল। দাবি করা হচ্ছে যে হারিয়ে যাওয়া ল্যাপটপে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি।

অপর দিকে, ইডির অফিসাররা যখন শুক্রবার সরবেড়িয়া গ্রামে যান তখন তাঁদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিভর্তি ফাইলও ছিল। সেইরকমই একটা ফাইলও পাওয়া যাচ্ছেনা হামলার পর থেকে। আইনি পরামর্শ নিতে শুরু করেছেন ইডির আধিকারিকরা বলে জানা যাচ্ছে। নথিপত্র এবং ল্যাপটপ হারিয়ে যাওয়া নিয়ে পুলিশকে জানানো হবে কিনা সেটিও আলোচনা করছেন তারা।

উল্লেখ্য, এই ধরনের ল্যাপটপগুলিতে সাধারণত যথেষ্ট সিকিওরিটি থাকে। তাই সহজেই ল্যাপটপ থেকে তথ্য বার করা যাবেনা বলেই মনে করা হচ্ছে। হামলার সময় কি সেগুলো কেউ ছিনিয়ে নিয়েছিলেন কিনা নাকি উত্তপ্ত পরিস্থিতির সময় তা হারিয়ে গিয়েছে, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সকালে সন্দেশখালির সরবেরিয়ায় তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। মাথা ফেটে রক্তাক্ত হন দুই আধিকারিক। কোনওক্রমে দৌড়ে প্রাণে বেঁচেছেন কেন্দ্রীয় গোয়েন্দা ও আধিকারিকরা। পরে হাইওয়ের ধার থেকে বাইক-অটোয় লিফট নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যান তারা। স্বরাষ্ট্রমন্ত্রকে গোটা বিষয়টি জানিয়েছে CRPF আরও সদর দফতরে জানিয়েছে ইডি।