যেমনি কথা, তেমনি কাজ! প্রধানমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে তৎপর রাজ্য বিজেপি। চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য বিশেষ পোর্টালের ব্যবস্থা করল রাজ্য বিজেপি। ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে যোগ্য চাকরিহারাদের পাশে থাকবেন তিনি! সেই মতো নির্দেশও দিয়ে গিয়েছিলেন তিনি। সেই নির্দেশ অনুসারে কাজ শুরু করল রাজ্য বিজেপি। চাকরিহারা যোগ্যদের পাশে থাকার জন্য একটি লিগাল সেল এবং সমাজমাধ্যম বিশেষজ্ঞ একটি টিম শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি সংবাদমাধ্যমকে বলেন, ” ৫ জনের লিগাল টিম, তারা বিষয়টি দেখছে। সোশাল প্ল্যাটফর্ম তৈরি করতে সময় লাগছে, লিগাল টিমের সঙ্গে আলোচনা করে, আমাদের সোশাল মিডিয়ার যারা দায়িত্বে আছে তাঁরা দেখছে।” আবার অন্যদিকে বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ” একটি বিশেষ পোর্টাল আমরা লঞ্চ করছি। ৮ মে, বুধবার সেই পোর্টাল লঞ্চ করা হবে। যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁরা তাঁদের নাম রেজিস্টার করতে পারবেন। আমরা প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়ে তাঁদের জন্য যত প্রকার আইনি সহযোগিতা প্রয়োজন। সবরকম খরচ, যা যা দরকার হয় আমরা করব।”
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার লোকের। সেই চাকরি প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রায় ৫হাজার। সেই ৫হাজার প্রার্থীকে আগামী চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদের হারে মাইনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পুরো প্যানেলের বাতিলের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছে এসএসসি। আগামীকাল এই মামলার রায়দান হতে পারে।