JU Student Death: ছাত্রমৃত্যু ঘটনার প্রতিবাদে শুক্রবার যাদবপুর থানা ঘেরাও বিজেপির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুতে উঠছে অনেক প্রশ্ন। মৃত্যুর কারণ ব়্যাগিং , এই নিয়েও উঠছে প্রশ্ন। উদ্বেগ প্রকাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। এবার…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুতে উঠছে অনেক প্রশ্ন। মৃত্যুর কারণ ব়্যাগিং , এই নিয়েও উঠছে প্রশ্ন। উদ্বেগ প্রকাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। এবার র্যা গিং-এর অভিযোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিল বঙ্গ বিজেপি। ব়্যাগিং-এর গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ‘প্রয়োজনে সিবিআই’ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা চিঠিতে লিখেছেন যে ব়্যাগিং সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করা হলেও, তা কার্যকর করার ব্যাপারে কোনও উদ্যোগ দেখা যায় না। ব়্যাগিং-এর গাইডলাইন লঙ্ঘন করার অর্থ ইউজিসি-র নীতি ভঙ্গ করার অভিযোগও জানিয়েছেন। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধানকে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

   

শঙ্কুদেব পণ্ডা বলেন ওই ছাত্রের ওপর মানসিক অত্যাচার হয়েছিল। পরিবারের তরফেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন যে সন্দেহ প্রকাশ করার পরেও কেন পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। এছাড়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির তরফ থেকে যাদবপুর থানা ঘেরাও করা হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর কারণ কী? তদন্তে নেমেছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ব়্যাগিং অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে সরানো হল প্রথম শ্রেণির পড়ুয়াদের। সুবিচারের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের ধারা রুজু করলেন যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তবে স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এই মৃত্যুর সঙ্গে র্যা্গিংয়ের সম্পর্ক নিয়ে।