রাজ্যে রাষ্ট্রপতি শাসন হতে পারে: বিস্ফোরক মদন মিত্র

পশ্চিমবঙ্গে (West Bengal) জারি হতে পারে (President Rule) রাষ্ট্রপতি শাসন। তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের উপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার।…

পশ্চিমবঙ্গে (West Bengal) জারি হতে পারে (President Rule) রাষ্ট্রপতি শাসন। তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের উপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। বিস্ফোরক দাবি করলেন তণমূল বিধায়ক (Madan Mitra) মদন মিত্র।

মদন মিত্রের দাবির পর শোরগোল রাজনৈতিক মহলে। যদিও এর আগে বারবার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে সরকার পড়ে যাবে।

   

তবে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর যুক্তি, বিসিসিআই সভাপতি সৌরভকে সরানো মানে বাংলাকে অপমান করা। সেক্ষেত্রে কাল বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসনও চালু করে দিতে পারে গেরুয়া শিবির।

মদন মিত্র বলেন, বিজেপি ভেবেছিল ভবানীপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে। আর এই জন্য তাঁকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট করা হয়। যে সময় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তার সাত দিন আগেও আমার সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল সৌরভের। তিনি তখন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার কোনও আগ্রহ দেখাননি। বিজেপি নিজের স্বার্থেই এই পদের দায়িত্ব দিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ, এই বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য।

বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। কিন্তু বিসিসিআইয়ের সচিব পদে রয়েছে জয় শাহ। এরপর বিতর্ক তীব্র। এবার তা নিয়ে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।