বিজেপির অনুষ্ঠানে ‘নো’, হাইকোর্টে মামলা দায়ের

আবারও শাসক-বিরোধী তরজা প্রকাশ্যে এল। আর কয়েকদিন পরেই ৫ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাংলার চার জায়গায় দ্বিতীয় দফায় পুরভোট হওয়ার কথা রয়েছে। এহেন অবস্থায়…

high-court

আবারও শাসক-বিরোধী তরজা প্রকাশ্যে এল। আর কয়েকদিন পরেই ৫ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাংলার চার জায়গায় দ্বিতীয় দফায় পুরভোট হওয়ার কথা রয়েছে। এহেন অবস্থায় বিজেপি শিবিরের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে, বিরোধী দলের কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না। বার বার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি করা হচ্ছে। এই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।

বিজেপির অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা, সাংসদ দিলীপ ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির কোন অনুষ্ঠানে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে তৈরি হয়নি সিকিউরিটি কমিশন।
সংবিধানে সবার সমান অধিকারের কথা থাকলেও সেটা মানা হচ্ছে না।  সিকিউরিটির কাউন্সিল তৈরি হয়নি।
বিরোধীদের সামাজিক, রাজনৈতিক সভা অনুষ্ঠিত করতে দেওয়া হচ্ছে না কিন্ত শাসক দলের সমস্ত কিছু হচ্ছে।

বিরোধী দলের সদস্যদের এরাজ্যে নিরাপত্তা নেই বলে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী তরুণজ্যতি তিওয়ারি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চে