CPM: নতুন মুখেই বাজিমাত করার রনকৌশল বামেদের

ছক ভাঙল সিপিএম (CPM)। নতুন মুখেদের প্রার্থী করে তাক লাগিয়ে দিল বাম শিবির। এতদিনে কি তাহলে ঘুম ভাঙল সিপিএমের ? এই প্রশ্নগুলোই আপাতত ঘুরপাক খাচ্ছে…

cpm

ছক ভাঙল সিপিএম (CPM)। নতুন মুখেদের প্রার্থী করে তাক লাগিয়ে দিল বাম শিবির। এতদিনে কি তাহলে ঘুম ভাঙল সিপিএমের ? এই প্রশ্নগুলোই আপাতত ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমের আনাচে কানাচে। একদম তরতাজা মুখেদের ভোটের ময়দানে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা কি বৃথা যাবে সুজন-বামেদের ? সেই উত্তর যদিও ভোটের ফলাফলের পরই জানা যাবে।

একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ঘোষণা হওয়া ১৬জনের মধ্যে ১৪জন এই প্রথম লোকসভা ভোটে লড়বেন এবং এই ১৬জনের ৮জন ভোটের বাজারে একদম টাটকা। এর আগে তাঁদের ভোট প্রক্রিয়াতে লড়ার বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই।

যেমন হুগলিতে ভোটে লড়বেন মনোদীপ ঘোষ, যিনি হুগলীর রাজ্য কমিটির সদস্য। আবার উত্তরবঙ্গ থেকে ভোটে লড়বেন মধ্যবয়সী স্কুলশিক্ষক দেবরাজ বর্মণ । হাওড়া থেকে লড়বেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তমলুকেও ভরসা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত্য, বালুরঘাটের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত, কোচবিহারের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশচন্দ্র রায়ও ভোটের ময়দানে একবারে নতুন।

যদিও এছাড়া বাকি আটজনের ভোটের অভিজ্ঞতা আছে। যেমন সুজন চক্রবর্তীকে সিপিএমের পুরোনো ঘোড়া। অন্য দিকে, কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী এসএম সাদিও ভোটে লড়েছেন, এক বার জিতেছেন। দুই তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য এবং দীপ্সিতা ধরও ২০২১ সালের বিধানসভা ভোটে লড়েছেন এবং পরাস্ত হয়েছিলেন। বিধানসভার প্রাক্তন স্পিকার অধুনা প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিম এইবার দক্ষিণ কলকাতায় সিপিএম প্রার্থী।

বিগত এক দশকে বাম দুর্গের এহেন প্রার্থী নির্বাচন চোখে পড়েনি। বিশেষত তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসার এহেন তাগিদ সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। সমাজ মাধ্যমে বাম ছাত্র সংগঠনের এতো হৈ হৈ রব থাকা সত্ত্বেও বারবার কেন ভোটবাক্স খালি, এই প্রশ্ন বহুবার উঠেছে। তারই কি জবাব দিতে নব প্রজন্মকে এগিয়ে দেওয়া হলো ? এইবার কি খাতা খুলতে পারবে বাম শিবির ? সময়ই তার উত্তর দেবে।