আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের নারকীয় নির্যাতন এবং হত্যার ঘটনায় বাংলাজুড়ে চলছে বিক্ষোভ। শুধু বাংলা বললে ভুল হবে, এখন এই ঘটনায় বিক্ষোভের আঁচ সমগ্র দেশেই ছড়িয়ে পড়েছে। তবে এবার এই ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার (JP Nadda) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি।
জানা গিয়েছে, এবার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে। বাংলার মেডিকেল কলেজ পরিদর্শনের অনুরোধ করা হয়েছে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন সুকান্ত মজুমদার।
আর জি কর মেডিক্যাল কলেজ ক্রমাগত শিরোনামে উঠে এসেছে। এই হাসপাতালের এক স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়। গত ১০ অগস্ট ধৃত ওই সিভিক ভলান্টিয়ারকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।
চিকিৎসকের সঙ্গে হৃদয়বিদারক ঘটনার পর দেশজুড়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কলকাতা থেকে দিল্লি, রাস্তায় মোমবাতি মিছিল করেন চিকিৎসকরা। ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলের ভিতর থেকে উদ্ধার হয় দ্বিতীয় বর্ষের ওই মেডিক্যাল ছাত্রের দেহ।
শুধু তাই নয়, এই ঘটনায় ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (FORDA) একটি চিঠি জারি করেছে। এই চিঠিতে সাফ সাফ বলা হয়েছে, আগামীকাল সোমবার ১২ অগস্ট আর জি কর মেডিকেল কলেজের আবাসিকদের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী হাসপাতালগুলিতে পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হল।