তৃণমূলের বেআইনি চাকরি পাওয়ার তালিকা আমার কাছে: দিলীপ ঘোষ

  ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে শাসকদল টিএমসি আদালতে জর্জরিত। এরই মধ্যে বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি দাবি করেছেন, কারা কারা…

Dilip Ghosh

 

ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে শাসকদল টিএমসি আদালতে জর্জরিত। এরই মধ্যে বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি দাবি করেছেন, কারা কারা বেআইনি চাকরি পেয়েছেন, আমার কাছে পুরো লিস্ট আমার কাছে রয়েছে। আর তৃণমূলের চাকরি পাওয়ার তালিকা আমার কাছে রয়েছে।

এদিকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নার বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপর লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মন্ত্রী বেচারাম। এবার দলীয় সাংসদ লকেটের হয়ে বিস্ফোরক দাবি মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তিনি বলেন, নিশ্চয়ই তাঁর কাছে বহু তথ্য প্রমাণ আছে। এ রকম বহু তথ্য আমাদের কাছে আসছে আমাকে মেলেও পাঠাচ্ছেন। কোন কোন লোক চাকরি পেয়েছেন, আমার কাছে একটা পুরো লিস্ট এসেছে।

দিলীপ ঘোষের দাবি, শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগণা থেকে তৃণমূলের কত জন নেতা নেত্রী চাকরি পেয়েছেন, তার ৯৭ জনের তালিকা আমার কাছে এসেছে। আমরা সেই তালিকা দেখেছি। পরে সংবাদমাধ্যমকে সেই তালিকা দেবো।

আদালতের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর সেই চাকরি পেয়েছেন ববিতা সরকার। সেই পসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, আদালতের নির্দেশ সবাইকে মানতে হবে। ব্যাপক দুর্নীতি যে হয়েছে, এটা প্রমাণিত হয়ে গিয়েছে।