দেশজুড়ে একাধিক দুর্নীতি মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে ED, CBI। বাংলায় এসএসসি দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি। অন্যদিকে গরু পাচারকাণ্ডে অভিযান চালাচ্ছে সিবিআই। এরই মধ্যে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর মন্তব্যকে ঘিরে অস্বস্তিতে বিজেপি শিবির।
তিনি বলেছেন, ‘বাংলায় সেটিং করছে সিবিআই।’ দিলীপ ঘোষ আরও বলেন, ‘বিগত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থ মন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। ইডি পোষ মানবে না, কামড়াবে। যারা সেটিং করেছে তাঁরা এখন বলছে ইডি কেন? তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।’
রাজ্যের শাসক দলের অভিযোগ, অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যা করছে, তা কার্যত বিজেপির অঙ্গুলিহেলনে হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের (Trinamool Congress) নেতাদেরও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এই দুই তদন্তকারী সংস্থা। এই সব কিছুর নেপথ্যে কেন্দ্রীয় সরকার আছে বলে অভিযোগ করে আসছে বিরোধীরা। এহেন অবস্থায় দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।