BJP: পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ভোটের আগে আটক লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রারা

  ফের একবার পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন বিজেপি (BJP) মহিলা কর্মীরা। আজ বৃহস্পতিবার সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মহিলা কর্মীরা। একটি প্রতিনিধি দল যাচ্ছিল সন্দেশখালি।…

agnimitra pol

 

ফের একবার পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন বিজেপি (BJP) মহিলা কর্মীরা। আজ বৃহস্পতিবার সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মহিলা কর্মীরা। একটি প্রতিনিধি দল যাচ্ছিল সন্দেশখালি। এই দলে ছিলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ প্রমুখ।

যদিও নিউটাউনে বিজেপি মহিলা কর্মীদের আটকে দেয় পুলিশবাহিনী। এরপর কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে আটকানো হয়। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রারা। বিজেপি বিধায়কের দাবি, ‘প্রতিবাদ করায় আটকানো হল। কী লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী?’

অন্যদিকে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘ভয় পেয়ে বাধা শাসক দলের। গোটা দেশ সন্দেশখালির পরিস্থিতি দেখছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে না গিয়ে তৃণমূলের সমাবেশে যোগ দিচ্ছেন। ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বেশ কয়েকটি সন্দেশখালি রয়েছে। একদিন পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত করবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে থাকবে। পুলিশ কেন আমাদের গ্রেফতার করছে, আমরা কী করেছি?’