Garga Chatterjee: বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী একটি দলঃ গর্গ চট্টোপাধ্যায়

আদিত্য ঘোষ, কলকাতাঃ লোকসভা ভোটের মুখে কানাঘুষো শোনা যাচ্ছিল এই ভোটটা নাকি বাঙালি আর অবাঙালিদের ভোট হতে চলেছে। না, আমি বলছি না। সেদিন স্টেশনে একটি…

garga chatterjee

আদিত্য ঘোষ, কলকাতাঃ লোকসভা ভোটের মুখে কানাঘুষো শোনা যাচ্ছিল এই ভোটটা নাকি বাঙালি আর অবাঙালিদের ভোট হতে চলেছে। না, আমি বলছি না। সেদিন স্টেশনে একটি চায়ের দোকানে কয়েকজন বয়স্ক লোকজন আলোচনা করছিল। আমার কানে এলো আরকী! সেদিন বাজারে একজন অন্য একজনকে বলছে, “ আরে মশাই বিজেপি এবার অনেক ভোটে জিতবে!” অন্য ব্যক্তি বললেন “ মমতার দলে এত দুর্নীতি, সেই দিয়ে কি ভোটে জেতা যাবে ?” গতকাল একটি দামী কফিশপে বসে আছি। আমার বিপক্ষে একজন বিদেশ ফেরত মহিলা অন্য একজন মহিলাকে বলছেন, “বাঙালিদের দিয়ে কিছুই হবে না! বাঙালিরা সব বিষয়েই লেজি। বিশেষত বাঙালি ছেলেগুলো তো কোনও কাজের নয়।” কফি খেতে খেতে কথাগুলো হজম করে নিলাম। বাঙালি কি তাহলে বাঙালির শত্রু হয়ে গিয়েছে ? কী বলছেন বাংলা পক্ষের পুরোধা ব্যক্তি গর্গ চট্টোপাধ্যায়।হিড়হিড়ে গলায় গর্গদা বলে বিষয়টা শুনে হাসলেন। আসলে এই গরমে গলার অবস্থা সকলেরই কাহিল।

জিজ্ঞাসা করলাম,“এই বছর লোকসভা ভোটে কি আদেও বাঙালি অবাঙালি প্রভাব পড়তে পারে ?” তিনি একটু থামলেন। ভেবে বললেন, “এটা বলা মুশকিল। অনেক বিষয় আছে। অনেক স্তর আছে। তবে বাঙালি কিন্তু বাংলা পক্ষের জন্য কিছুটা হলেও বুঝতে শিখেছে। নিজের অধিকারটা নিয়ে ভাবতে শুরু করেছে।” একটু থেমে আবার শুরু করলেন,“ আসলে বিজেপি গোটা দেশের সংবাদমাধ্যমকে কিনে রেখেছে। সংবাদমাধ্যম যা দেখাচ্ছে আমরাও তাই দেখছি। ওদের ক্ষমতা আছে। ওরা করছে। যা দেখানোর চেষ্টা করছে তাই দেখছি।” তাঁকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, “ আপনার কী মনে হচ্ছে, এই ভোটের ফলাফল কোন দিকে যাবে?” তিনি উত্তরে বললেন, “ এই রাজ্যের ভিত্তিতে দেখতে গেলে তো মনে হচ্ছে, বিধানসভা নির্বাচন চলছে। সবাই মোদী-মমতা করছে। কেউ সন্দেশখালির কথা বলছে। কেউ নিয়োগ দুর্নীতির কথা বলছে। কিন্তু কেউ একবারও গত পাঁচ বছর কেন্দ্রীয় সরকার কী করেছে বা আগামী পাঁচ বছর কী পরিকল্পনা নিয়েছে সেই বিষয়ে কেউ কথা বলছে না।” উদাহরণস্বরূপ তিনি বললেন, “দশ হাজার জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে কেন্দ্র, এটা নিয়ে কোনও কথা হয়েছে বা কেন্দ্রীয় জওয়ানরা পশ্চিমবঙ্গ কোটায় চাকরি পাচ্ছে, যারা চাকরি পাচ্ছে তারা সবাই বহিরাগত। এটা কেন হবে ? এই নিয়ে কেউ জানে ? আবার এই রাজ্য থেকে যতটা ট্যাক্স সড়ক থেকে পাওয়া যায় সেটার বিনিময়ে কত রাস্তার উন্নতি হয়েছে এই রাজ্যে ?” তিনি ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন।

আবারও জিজ্ঞাসা করলাম, “ বাঙালি কি এই ভোটে নিজের অধিকার বুঝে নেবে ?” তিনি জানালেন, “ নিতে পারে। তবে বিষয়টা আপেক্ষিক। মনে রাখতে হবে বিজেপি কিন্তু বাংলা এবং বাঙালি বিরোধী দল। বাঙালিকে তারা পছন্দ করে না। এই ভোটে কিছুটা হলে বাঙালি এবং অবাঙালি ভোট একটা ফ্যাক্টর হতে পারে।” তিনি আরও জানালেন, “বাঙালিকে নিজেরটা বুঝতে হবে। ধর্মের ভিত্তিতে যেন ভোট না হয়। বাঙালি ভূমিপুত্রকে ভোটে জেতাতে হবে। দেখে নিতে হবে কোথায় কোথায় কে প্রার্থী!” সবশেষে জিজ্ঞাসা করলাম, “ কী মনে হয় বিজেপি ক্ষমতায় এলে আমরা কী পড়ব, কী দেখব সব নিয়ন্ত্রণ হবে ?” ফোনের ওপার থেকে হাসির শব্দ শুনতে পেলাম।