নিজের বিস্ফোরক মন্তব্যের জেরে বরাবর শিরোনামে থাকেন অভিনেত্রী অপর্ণা সেন। এবার তাঁর বিরুদ্ধে সরব হল বিজেপি শিবির। অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ এনে থানার দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।
ঠিক কী হয়েছিল?
গত নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো মন্তব্য করেছিলেন। তখন সীমান্তে বিএসএফের এক্তিয়ার বাড়ানো প্রসঙ্গে অপর্ণা সেন বলেছিলেন, ‘যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের উপর অত্যাচার হয়। ভাবলেই শিউরে উঠতে হয়।’ তাঁর এহেন মন্তব্যের পরেই শুরু হয় জোর সমালোচনা। তাঁর এহেন মন্তব্য শুনে বিজেপি সাংসদ তাঁকে ‘চিরদিন দেশদ্রোহীর’ তকমা দিয়েছিলেন।
জানা গিয়েছে, বিজেপি নেতা কল্যাণ চৌবে অপর্ণার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন। তাঁর বক্তব্য, গত নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি। তাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন কল্যাণ চৌবে। শুধু তাই নয়, এই মর্মে উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। পুলিশ কমিশনার ও ডিসি ইএসডিকেও একটি চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা। গেরুয়া শিবিরের দাবি, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশকে, সেইসঙ্গে গ্রেফতার করতে হবে অপর্ণাকে। এর পাশাপাশি বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে বিষয়টি নিয়ে পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবে দল।