Loksabha election 2024: তৃণমূলের প্রতীকের পাশে পারফিউম, হাতের গন্ধ শুঁকে বলে দেওয়া যাবে কাকে ভোট দিলেন

লোকসভা ভোটের দিন ভুরি ভুরি অভিযোগ জমা পড়তে শুরু করেছে নির্বাচন কমিশনে। শুক্রবার সকাল থেকেই অভিযোগের পাহাড় জমতে শুরু করে কমিশনের অফিসে। কোথাও বুথ জ্যাম…

EVM

লোকসভা ভোটের দিন ভুরি ভুরি অভিযোগ জমা পড়তে শুরু করেছে নির্বাচন কমিশনে। শুক্রবার সকাল থেকেই অভিযোগের পাহাড় জমতে শুরু করে কমিশনের অফিসে। কোথাও বুথ জ্যাম তো কোথাও তাজা বোমা উদ্ধার। আবার কোথাও ভোটারকে ভোটদানে বাঁধা দেওয়ার মতো চেনা ছবি ধরা পড়েছে। কিন্তু দুপুর গড়াতেই ধরা পড়ল অন্য এক ছবি। এক অভিনব অভিযোগ করল বিরোধী শিবির। আঙুলের গন্ধ শুঁকে দেখা হচ্ছে, কে কে তৃণমূলে ভোট দিলেন। শীতলকুচির একটি বুথ ঘটল অভিনব এই ঘটনা।

শীতলকুচির পেটলা নেপ্র ফোর্থ প্ল্যান প্রাথমিক স্কুলের এই ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ২৬৯ এবং ২৭০ নম্বর ইভিএম বক্সে কারচুপির জন্য অভিনব পন্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে পারফিউম দিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, একটি চটচটে জিনিসও রয়েছে প্রতীকের পাশে। ফলে, সেখানে ছাপ দিলেই আঙুলে গন্ধ পাওয়া যাচ্ছে। যে ভোটারের আঙুলে সেই গন্ধ পাওয়া যাচ্ছে না, তাঁদের মারধর করছে তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ তুলেছে বিজেপি।

কিন্তু এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল শিবির। আপাতত এই নিয়ে কমিশন সূত্রে কিছু জানা যায়নি। প্রসঙ্গত আবার খবরের শিরোনামে উঠে এলো শীতলকুচি। বারবার বিভিন্ন কারণে খবরের শিরোনামে শোনা গিয়েছিল শীতলকুচির নাম। আজ সকালেই এই শীতলকুচিতেই বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে।