ভোট চলছে। আর তার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে হার স্বীকার করে নিলেন বিজেপি প্রার্থী। মানিকতলার (Maniktala Bypoll) বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বললেন, ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে। আমি হারছি। কারণ এই ভোট মানুষের ভোট নয়। বহিরাগত গুন্ডাদের দিয়ে ভোট করা হয়েছে।
আর আজ, উপনির্বাচনের দিন সকাল থেকেই দৌড়ে বেড়ালেন কল্যাণ। অনেকটা লোকসভা ভোটে ‘দৌড়ে হারা’ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিংয়ের মতো। ভোটের শেষলগ্নে নির্বাচনকে ‘প্রহসন’ বলেও মন্তব্য করেন কল্যাণ। একই সঙ্গে পুনর্নির্বাচনের দাবিও তোলেন মানিকতলার বিজেপি প্রার্থী।
কল্যাণ চৌবে এদিন একাধিক জায়গায় যান। আর সেখানেই দেখা যায়, তৃণমূলের কর্মীরা কোথাও জয় বাংলা স্লোগান দেন। কোথাও আবার ‘চোর চোর চোরটা’ বলা শুরু করেন। এমনকী তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টাও চলে। হাতে পাথর নিয়ে তাড়া করতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলে মুখ পুড়েছিল, বুধে হারের যুক্তি সাজাতে আপ্রাণ চেষ্টা কল্যাণের
আসলে মানিকতলার লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তা ভালোই জানত বঙ্গ বিজেপি। সূত্রের খবর, বেশ কিছু বড় নামকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও তাঁরা কেউই রাজি হননি। এই সিটের পরাজয়ের অভিজ্ঞতা থাকা কল্যাণ চৌবে অবশ্য দলের প্রস্তাব ফেরাননি। মানিকতলার প্রার্থী হিসেবে নাম ঘোষণা পর থেকেই জোরদার প্রচার শুরু করেন কল্যাণ চৌবে।
প্রচারপর্ব শেষ হতেই বড় ধাক্কা খান কল্যাণ। সৌজন্যে কুণাল ঘোষের ফাঁস করা অডিয়ো। কুণালের অভিযোগ, কল্যাণ চৌবে ফোন করে উপনির্বাচনে তাঁকে সাহায্য করার কথা বলেছেন। এআইএফএফ-এর সভাপতি পদ ব্যবহার করে আমাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে। উনি বুঝতে পেরেছেন ওনার হার আসন্ন। তাই উনি ফোন করে অনুরোধ করেছেন, তাঁকে সাহায্য করার জন্য।
বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়
রাজনৈতিক মহলের বক্তব্য, মঙ্গলে অডিয়ো ফাঁসে পর অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলেন কল্যাণ চৌবে। আর আজ ভোটের চিত্র দেখে কল্যাণ নিশ্চিত হয়ে যান, তাঁর হার আসন্ন। আর তাই উঠছে পুনর্নির্বাচনের প্রসঙ্গ।