Loksabha election 2024: প্রচারের মাঝেই ‘অক্সিজেন’ নিয়ে হাসপাতালে ছুটলেন সন্দেশখালির বিজেপি প্রার্থী

এইবার লোকসভা ভোটে বিজেপির অন্যতম মুখ রেখা পাত্র। কারণ সন্দেশখালিতে শাসকদলের অন্যায়ের বিরুদ্ধে যে কয়েকজন মানুষ মুখ খুলেছিলেন, তাঁর মধ্যে তিনিই হয়ে ওঠেন অন্যতম ‘প্রতিবাদী’…

Rekha Patra

এইবার লোকসভা ভোটে বিজেপির অন্যতম মুখ রেখা পাত্র। কারণ সন্দেশখালিতে শাসকদলের অন্যায়ের বিরুদ্ধে যে কয়েকজন মানুষ মুখ খুলেছিলেন, তাঁর মধ্যে তিনিই হয়ে ওঠেন অন্যতম ‘প্রতিবাদী’ মুখ। তাঁকে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রে টিকিট দিয়ে শোরগোল ফেলে দেয়। শুধু তাই নয়, রেখা পাত্র দেখা করে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কিন্তু লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বারবার তাঁর শরীর তাঁর সঙ্গ দিচ্ছে না। বুধবার সকালে তিনি প্রচারে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুল্দুলি এলাকায় এদিন প্রচারে বেরিয়েছিলেন রেখা পাত্র। হঠাৎ মাথা ঘুরে যায় তাঁর, অন্ধকার হয়ে যায় চোখ। কার্যত জ্ঞান হারানোর অবস্থা দেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা।স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ডাক্তার জানিয়েছেন তাঁর উচ্চরক্তচাপের সমস্যা থাকার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি স্থিতিশীল আছেন।

কাকতালীয় ভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। তিনিও এই মুহূর্তে স্থিতিশীল আছেন। তবে এর আগেও প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পরেন রেখা পাত্র। সেই সময় কল্যাণী এইমস হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। পরে ছেড়ে দেওয়া হয়।