Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিশ্ব হিন্দু পরিষদ!

ভোটের আহবে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধায়ের সন্ন্যাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জল গড়াল হাইকোর্টের দরজা অবধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানাল বিশ্ব হিন্দু…

lok-sabha-election-tmcs-poor-result-in-malda-district

ভোটের আহবে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধায়ের সন্ন্যাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জল গড়াল হাইকোর্টের দরজা অবধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানাল বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে কয়েক জন মহারাজও এই মামলা দায়ের করেছেন। ভোটের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি স্বয়ং প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য নিয়ে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেই নিয়ে চলছে বিস্তর জলঘোলা। তবে ভোটের মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী এই মন্তব্যের জেরে জনস্বার্থ মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। জানা গিয়েছে যে বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত এই ঘটনার শুরু বিগত শনিবার। আরামবাগের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যে আলোড়ন ফেলে দেয়।মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের নাম করে তিনি বলেছিলেন, ‘‘সব সাধু সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? এই যে বহরমপুরের এক জন মহারাজ আছেন। আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের তালিকায় তারা দীর্ঘ দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে, তৃণমূলের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে। এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক।

   

ভোটের বাজারে স্বয়ং প্রধানমন্ত্রী এই ইস্যুকে হাতিয়ার করেন। মুখ্যমন্ত্রীর সাধু-সন্ত মন্তব্যের প্রেক্ষিতে মমতার দিকে একের পর এক নিশানা করেছেন মোদী। অন্যদিকে কার্ত্তিক মহারাজের এই মন্তব্যের প্রেক্ষিতেসোমবার মুখ্যমন্ত্রীকে আইনি চিঠিও পাঠিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। ওই বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন তিনি উত্তর না দিলে আইনি পদক্ষেপ নেবেন। তবে বিশ্ব হিন্দু পরিষদের কোর্টে আইনি পদক্ষেপ নিয়ে কী রায় দেয় কোর্ট, সেটাই এখন লক্ষণীয় বিষয়।