Howarh Violence: ফিরছে স্বাভাবিক পরিস্থিতি, আশ্বাস দুই পুলিশ সুপারের

গত তিন দিন ধরে উত্তপ্ত (Howarh Violence) ছিল হাওড়া সিটি কমিশনারেট এবং গ্রামীণ হাওড়ার একাধিক এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরছে৷ সোমবার থেকে সারা জেলা জুড়ে…

Howarh Violence

গত তিন দিন ধরে উত্তপ্ত (Howarh Violence) ছিল হাওড়া সিটি কমিশনারেট এবং গ্রামীণ হাওড়ার একাধিক এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরছে৷ সোমবার থেকে সারা জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে৷

উল্লেখ্য, রবিবারই হাওড়া পুলিশ কমিশনারেটের দায়িত্ব পেয়েছেন প্রবীন ত্রিপাঠী। তাঁর দাবি, হাওড়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রবিবার জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।

অন্যদিকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালীয়া জানিয়েছেন, হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক। সেনসিটিভ জায়গায় রুট মার্চ হচ্ছে। পুলিশ পিকেটও রয়েছে। বিভিন্ন থানার ওসি এবং আইসি-রা দায়িত্বে রয়েছেন। মানুষের মনোবল বাড়াতে রুট মার্চ করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পয়গম্বর নিয়ে নুপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে হাওড়া জেলার একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। অঙ্কুরহাটি, পাঁচলা, উলুবেড়িয়া সহ একাধিক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। রণক্ষেত্র হয়ে ওঠে জেলার বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার এবং হাওড়া কমিশনারেট পদে বদল আনতেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে।আগামীকাল থেকে চালু হতে পারে ইন্টারনেট পরিষেবা।