Mamata Banerjee: লোকসভা ভোটে EVM হ্যাকের আশঙ্কা করলেন মমতা

লোকসভা ভোটে ইভিএম হ্রাস আশঙ্কা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ইঙ্গিত মোদীর দিকে। তিনি বলেন, ‘ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে, ইন্ডিয়ার পরবর্তী বৈঠকে…

লোকসভা ভোটে ইভিএম হ্রাস আশঙ্কা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ইঙ্গিত মোদীর দিকে। তিনি বলেন, ‘ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে, ইন্ডিয়ার পরবর্তী বৈঠকে আলোচনা হবে।

ইভিএম হ্যাক আশঙ্কা করলেও লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী মমতা। তিনি বলেন ‘বিজেপিকে হারিয়ে ভোটে জিতবে ‘ইন্ডিয়া’ জোট।

   

নবান্ন-তে এক ভার্চুয়াল বৈঠকে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন ইভিএম হ্যাক বিষয়ে কিছু প্রমাণ পেয়েছেন। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকে এই নিয়ে আলোচনা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে নানারকম খবর এসেছে। আমরা প্রমাণ কিছু পেয়েছি। কিছু খুঁজছি

ইভিএম হ্যাকের বিষয় মমতা তুলতেই রাজ্য বিজেপির কটাক্ষ পরাজয় বুঝতে পারছেন মমতা। আরও এক কদম এগিয়ে কয়েকজন বিজেপি নেতা গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতার পরাজয় টেনে আনেন। তবে এই কেন্দ্রের গণনায় কারচুপি অভিযোগে মামলা চলছে। জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা।

মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসবে বিরোধী INDIA জোট। তিনি বনেন, এই জোটের অস্তিত্ব গোটা দেশে রয়েছে। NDA জোটের আর কোনও গুরুত্ব নেই। তিনি বলেন, দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। সাম্প্রদায়িকতা, বেকারত্বের বিরুদ্ধে এই জোট। এই ইন্ডিয়া জোট মাতৃভূমির জন্য। সব শরিক বেরিয়ে গিয়েছে। আমরাই দিল্লিতে সরকার গড়ব।