Mamata Banerjee: কলকাতায় ভেস্তে গেল মমতার সভা

বিশ্বকাপের কারণে বদলে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভার কর্মসূচি। মমতার (Mamata Banerjee) ঘোষণা সত্বেও বদলে গেল সভার দিন। একশ দিনের কাজের টাকা আদায়ের জন্য…

বিশ্বকাপের কারণে বদলে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভার কর্মসূচি। মমতার (Mamata Banerjee) ঘোষণা সত্বেও বদলে গেল সভার দিন। একশ দিনের কাজের টাকা আদায়ের জন্য সভা ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেনে বিশ্বকাপের সেমিফাইনালের জন্য সভা বাতিল করা হয়েছে। গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘১৬ নভেম্বর আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি,  গ্রামসভা, জেলা পরিষদ, সাংসদ-বিধায়ক, সবাইকে নিয়ে, ব্লক প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানিয়েছি। বেলা ১২টার সময়ে, সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নেব, একশোর দিনের কাজের টাকা দিতে হবে, যাদের কাজ করানো হয়েছে। আর তা না হলে আন্দোলন কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাবে’।  বিশ্বকাপের ম্যাচের জন্য ১৬ নভেম্বরের বদলে সভা হবে  ২৩ নভেম্বর।

   

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভার  দিনেই ইডেনে সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে কোন কোন দেশ মুখোমুখি লড়বে? গ্রুপ লিগের খেলার পরই তা জানা যাবে। পুলিস-প্রশাসনের একাংশের দাবি, যদি ভারতের খেলা পড়ে যায়, তাহলে সমস্যা হবে। তখন ভিড় সামাল দিতে পুলিসের একটি অংশকে মোতায়েন করতে হবে ইডেনে। সেকারণেই সভার দিনবদল করা হল।

বিশ্বকাপের ঝড় চলছে গোটা দেশ জুড়ে। তার মধ্যেই কলকাতার ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল। যা আগাম বার্তা দিচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। তার মধ্যেই তৃণমূলের এই সভা সমস্যা সৃষ্টি করতে পারে বলে অনুমান কলকাতা পুলিশের। সেক্ষেত্রে কী করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দিকে থাকবে নজর।