Bangla Pokkho: বাংলা শিক্ষিকাকে বরখাস্তের অভিযোগে পথে নামছে বাংলাপক্ষ

64
Bangla Pokkho
Advertisements

বাংলার মাটিতে বাংলার শিক্ষিকা বরখাস্ত। ঘটনাটি ঘটেছে আড়িয়াদহর “হোলি চাইল্ড” নামের একটা স্কুলে। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলা এখানে অস্তিত্বহীন ভাষা। তারই প্রতিবাদে গর্জে উঠল বাংলা পক্ষ৷ সোমবার জমায়েতের ডাক দেওয়া হয়েছে বাংলা পক্ষর (Bangla Pokkho) তরফে৷ অবিলম্বে বরখাস্ত শিক্ষিকাকে পুনরায় নিয়োগের দাবি তুলছে তাঁরা।

বাংলা পক্ষর বক্তব্য, বাংলায় কি অনেক বিহার তৈরি হচ্ছে? বহিরাগত হিন্দি-উর্দু ভরে যাচ্ছে? এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এই ঘটনা তামিলনাড়ু, মহারাষ্টে, ওড়িশ্যা এমনকি বিহারে সম্ভব? বাংলায় সব স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক নয়, ২০১৭ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী স্কুলে বাংলা বাধ্যতামূলকের কথা ঘোষণা করেছিলন। ৬ বছর হয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। কেন? জানতে চাই।

Advertisements

সোমবার জমায়েতের ডাক দেওয়া হয়েছে বাংলা পক্ষর (Bangla Pokkho) তরফে৷ অবিলম্বে বরখাস্ত শিক্ষিকাকে পুনরায় নিয়োগের দাবি তুলছে তাঁরা।

Advertisements

অন্যান্য রাজ্যের উদাহরণ টেনে তাঁদের যুক্তি, সব রাজ্যে স্কুলে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক। বিজেপি শাসিত গুজরাটে গুজরাটি, বাম কেরালায় মালায়লম, তামিলনাড়ুতে তামিল, ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক। বাংলায় রাজনৈতিক দলগুলো চুপ কেন? কাদের স্বার্থে চুপ? বহিরাগতদের ভোটের এত দাম?বাংলা পক্ষ সব সময় রাস্তায় আছে। আজ এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ হয়েছে, ট্যুইটার ক্যাম্পেন হয়েছে। আগামীকাল জমায়েতের ডাক দেওয়া হয়েছে৷

Advertisements