Nawsad Siddique: ডিএ ধরনা মঞ্চে নওশাদ সিদ্দিকির ওপর হামলা

62
attack on Nawsad Siddique
Advertisements

কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে সকালেই উপস্থিত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। সকাল থেকেই অনশন মঞ্চে ছিলেন তিনি। এরপর বেলা গড়াতেই ঘটে গেল বিপত্তি। বিধায়ক নওশাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন মাইকে কথা বলছিলেন নওশাদ। সেই সময়েই এক ব্যক্তি তাঁর দিকে প্রশ্ন করেন সংখ্যালঘুদের জন্য তিনি কী করেছেন? এরপরেই বিধায়কের উত্তরের অপেক্ষা না করে হাত চালিয়ে দেন। ঘটনাকে ঘিরে হুলুস্থুল কাণ্ড ঘটে যায় আন্দোলন মঞ্চে।

Advertisements

নওশাদের ওপর আক্রমণ করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপরেই ব্যক্তিটির পিছনে ধাওয়া করেন আন্দোলনকারীরা। এদিকে মাইক নিয়ে নওশাদ চিৎকার করতে থাকে, ওকে ছেড়ে দিন।এটা একটা নাটক। ফাঁসানোর একটা চক্রান্ত। ডিএ আন্দোলনকারীদের দাবি, বারবার হুমকি দেওয়ার পর এই ধরনের লোক ঢুকিয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ইতিমধ্যেই সেই ব্যক্তিটিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisements

উল্লেখ্য, ডিএ আন্দোলনকারীদের মনোবল চাঙ্গা করতে শুক্রবার সকাল ৬ টা নাগাদ আন্দোলন মঞ্চে উপস্থিত হন নওশাদ সিদ্দিকি। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই নওশাদ জানিয়েছিলেন, তিনি আন্দোলনে বসবেন। সেইমতো শনিবার স্বাস্থ্য পরীক্ষার পর শুরু হয় সেই কর্মসূচি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ জানিয়েছেন, আমি আগেই বলেছিলাম অনশন করব। সেই মোতাবেক আমি এখানে এসেছি। সূর্যাস্ত পর্যন্ত কোনও খাবার আমি খাব না। সরকারের উচিত আলোচনায় বসে একটি সমাধান বার করা। তিনি আরও বলেন, সরকার দাবি করছে টাকা নেই। কিন্তু মেলা অথবা অন্যান্য কর্মসূচিতে দান করা হচ্ছে। তা বন্ধ করে অবিলম্বে ডিএ দেওয়া হোক। এই আন্দোলন আগামী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে (DA movement) প্রায় দু’মাস ধরে শহীদ মিনারের পাদদেশে আন্দোলন ও অনশন কর্মসূচি জারি রেখে সরকারি কর্মচারীদের ৪২ ট সংগঠন। শনিবার তাঁদের সঙ্গে এক দিনের জন্য অনশনে বসলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। শনিবার সকাল ৬ টা থেকে ধর্না মঞ্চে উপস্থিত হয়ে ধর্না শুরু করেছেন তিনি। এদিন তিনি অনশনে বসার আগে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। ডিএ ধর্না মঞ্চে উপস্থিত নওশাদ সিদ্দিকিকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজাও।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ জানিয়েছেন, আমি আগেই বলেছিলাম অনশন করব। সেই মোতাবেক আমি এখানে এসেছি। সূর্যাস্ত পর্যন্ত কোনও খাবার আমি খাব না। সরকারের উচিত আলোচনায় বসে একটি সমাধান বার করা। তিনি আরও বলেন, সরকার দাবি করছে টাকা নেই। কিন্তু মেলা অথবা অন্যান্য কর্মসূচিতে দান করা হচ্ছে। তা বন্ধ করে অবিলম্বে ডিএ দেওয়া হোক। এই আন্দোলন আগামী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Advertisements