ঘুরেফিরে তিন তিনবার লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন অর্জুন সিং! একবার জিতেছেন আর একবার পরাজয় স্বীকার করেছেন। ব্যারাকপুরের বাহুবলী কিন্তু একবারই ভোটে পরাজয় স্বীকার করেছেন সেটাও ২০০৪ সালে, লোকসভা নির্বাচনের সময়। তাও আবার তাঁর গুরুর কাছে!
সময়টা ২০০৪, তখন লালে লাল বাংলা। সেই সময় ব্যারাকপুর লোকসভা নির্বাচনে ঘাসফুলের প্রার্থী হন অর্জুন সিং। টিকিটটা ঘাসফুলের হলেও সাপোর্ট ছিল এনডিএ সরকারের। যদিও সেই ভোটে ভালই মার্জিনে হেরে যান তৎকালীন দাপুটে নেতা তড়িৎ বরণ তোপদারের কাছে। যাকে তিনি রাজনৈতিক গুরু বলে আখ্যা দেন। তারপর কাট টু ২০১৯। দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করায় তিনি মুখ ফুলিয়ে বিজেপি যোগ দেন এবং জয়ী হয়ে দিল্লী যান। তারপরে আবার ২০২৪ । যদিও মাঝে বিজেপি ছেড়ে ঘাসফুলে ফিরলেও খুব একটা সুবিধে করতে না পারার জন্য একটু হলেও কোনঠাসা ছিলেন।
তারপরে বিষের ওপর বিষফোঁড়া ঘটল যখন ২০২৪ সালে তৃণমূল তাঁকে টিকিট না দিয়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে টিকিট দেয়। তিনি আবার মুখ ফুলিয়ে পদ্মে ফুলে ঝাঁপ দিলেন! এই নিয়ে তিনবার তিনি লোকসভা ভোটের প্রার্থী হলেন। এইবার কি জিততে পারেবন ? যদিও ভোটের এত আগ কিছুই সঠিক ভাবে বলা সম্ভব নয় তবে সিংজি নিজের জয়ের ব্যাপারে বেশ নিশ্চিত।