অনুব্রতর কন্যাকে দেখে চিৎকার গোরু চোর গোরু চোর, বাপের কুকীর্তি জানে না?

বেনিয়মে স্কুলে চাকরি করার অভিযোগ বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা হাজিরা দিল আদালতে। সেখানেই শুনতে হলো গোরু চোর গোরু চোর। এক মহিলা তেড়ে…

বেনিয়মে স্কুলে চাকরি করার অভিযোগ বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা হাজিরা দিল আদালতে। সেখানেই শুনতে হলো গোরু চোর গোরু চোর। এক মহিলা তেড়ে ফুঁড়ে বললেন, বাপের কুকীর্তি জানেন না?

মালতি মিত্র নামে ওই মহিলার কথায়, এক তো এইট পাশ করা লোক। মাছের ব্যবসায়ী ছিল। আজকে গরিবের মেরে কোটি কোটি টাকা কামিয়েছে। সমস্ত টাকার পয়সার হিসেব দিতে পারবে? হ্যাঁ তিনি গরু চোর। নিজের এক মামলায় উপস্থিত হয়ে অনুব্রত কন্যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই মহিলা।

কলকাতা হাইকোর্টে বুধবার আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানান। সেটা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে সুকন্যাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান।

আইনজীবী ফিরদৌস বলেন, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন।’’ শুধু সুকন্যাই নন, অনুব্রতের আরও পাঁচ জন ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস।