Maharashtra: আরব সাগর তীরে AK 47 সহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, মুম্বইয়ে সতর্কতা

রহস্যজনক বোটে বিপুল অস্ত্র উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) মহাসংশ্রয়ের রায়গড় জেলার হরিহরেশ্বর সৈকতের কাছে একে-৪৭ রাইফেল সহ অস্ত্র বহনকারী একটি…

রহস্যজনক বোটে বিপুল অস্ত্র উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) মহাসংশ্রয়ের রায়গড় জেলার হরিহরেশ্বর সৈকতের কাছে একে-৪৭ রাইফেল সহ অস্ত্র বহনকারী একটি সন্দেহজনক বোট উদ্ধার হয়। এই বোট উদ্ধার হওয়ার পরে নিরাপত্তা সংস্থাগুলি উদ্বিগ্ন হয়ে পড়েছে। গোটা জেলা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশি তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বোটটি ওমানের, সেখানে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহৃত হত। নিরাপত্তার জন্য বন্দুক ব্যবহার করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে এটিএস।

 

রায়গড়ের সাগর তীরে এই নৌকা কার? সমুদ্র পথে আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যেহেতু এ কে ৪৭ ছিল তাই এটি জঙ্গি হামলার ছক হতে পারে। কারণ সাধারণ কোনও স্মাগলার গোষ্ঠি বা কোনও অপরাধ চক্র এ কে ৪৭ ব্যবহার করবে না।

এ কে ৪৭ ব্যবহার সেনা ও সশস্ত্র বাহিনী ছাড়া আর কেউ করলে সেটি জঙ্গি কার্যকলাপ বলে চিহ্নিত হয়। আর রায়গড়ের সৈকতে উদ্ধার হওয়া নৌকার ভিতর যত্ন করে রাখা তিনটি এ কে ৪৭ সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র চালানের পিছনে জঙ্গি যোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

২০০৮ সালের মুম্বইতে জঙ্গি হামলা (২৬/১১) হয়েছিল। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা আরব সাগর পেরিয়ে মহারাষ্ট্র উপকূল হয়ে মুম্বইতে ঢুকেছিল। তদন্তে নেমে এই দিকটি ধরে সবকিছু খতিয়ে দেখছে মহারাষ্ট্র জঙ্গি দমন শাখা।