
গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে CBI জেরায় তুমুল অসযোগিতা করে যাচ্ছেন বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট)। নাছোড়বান্দা সিবিআই। এর মাঝে রবিবার কেষ্টর হয়ে বক্তব্য রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত সেটা জেনে অনেক আত্মবিশ্বাসী কেষ্ট।

সোমবার তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, অসুস্থতার মধ্যে তিনি আত্মবিশ্বাসী অনুব্রত। বলেছেন জানতাম দিদি পাশে থাকবেন।
রবিবার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সত্যি একটা দু’টো কেস নিয়ে আপনারা এজেন্সি করুন আমার আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে। আইন আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। একটা ভোটেও ওকে বেরোতে দেননি।

বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে। তিনি যে প্রিয় কেষ্টর পাশে রয়েছেন, সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। মমতা বলেন, ও কিছু চায়নি। সাংসদ, বিধায়ক কিছু হতে চায়নি। আমি ওকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম। ও রাজি হয়নি।

আর সিবিআই হেফাজতে থাকা অনুব্রত বুঝিয়ে দিলেন তিনি মমতার কথায় আশ্বস্ত। যদিও জেলে থাকা পার্থকে নিয়ে কিছু বললেন না তৃণমূল দলনেত্রী মমতা।










