Anubrata Mondal: বহু চর্চিত সিবিআই জেরা শুরু, অনুব্রতকে নিয়ে তৃণমূলে বাড়ছে উদ্বেগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর সামনে দুঁদে সিবিআই অফিসাররা। তাদের প্রশ্নবাণ শুরু হয়ে গেল। নিজাম প্যালসের ভিতর কী ঘটছে? অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কী বলবেন তাতেই…

Anubrata Mondal: বহু চর্চিত সিবিআই জেরা শুরু, অনুব্রতকে নিয়ে তৃণমূলে বাড়ছে উদ্বেগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর সামনে দুঁদে সিবিআই অফিসাররা। তাদের প্রশ্নবাণ শুরু হয়ে গেল। নিজাম প্যালসের ভিতর কী ঘটছে? অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কী বলবেন তাতেই প্রবল উতকণ্ঠায় তৃণমূল কংগ্রেস। গোরু পাচার মামলার বিপুল বেআইনি টাকা লেনদেন ও সম্পর্কিত আরও বিষয়ে সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি।

Anubrata Mondal: বহু চর্চিত সিবিআই জেরা শুরু, অনুব্রতকে নিয়ে তৃণমূলে বাড়ছে উদ্বেগ

বৃহস্পতিবার চরম উত্তেজনার মধ্যে বোলপুর থেকে গ্রেফতার করে অনুব্রতকে গভীর রাতে কলকাতায় আনে সিবিআই। পথে অনুব্রত কাঁদেন। পরে সিবিআই কলকাতা কার্যালয়ে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটান। আদালতের নির্দেশে সেনাবাহিনীর হাসপাতাল আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতর পরীক্ষার পর এবার সেই প্রতীক্ষিত জেরা শুরু করেছে সিবিআই।

Advertisements

Anubrata Mondal: বহু চর্চিত সিবিআই জেরা শুরু, অনুব্রতকে নিয়ে তৃণমূলে বাড়ছে উদ্বেগ

জানা যাচ্ছে সিবিআইয়ের সামনে আগেই ভেঙে পড়েন অনুব্রত। দোর্দণ্ড প্রতাপ নেতার অবস্থা অনেকটা ভিজে বেড়ালের মতো অবস্থা। এর পর জেরায় জেরবার হয়ে তিনি কী উগরে দেন তা চর্চিত বিষয়।