ফের পাঁচ লক্ষ মহিলা আসবে লক্ষ্মীর ভান্ডারের আওতায়, বিধানসভায় বড় ঘোষণা শশীর

বিধানসভা শীতকালীন অধিবেশনে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর বিধানসভায় এই ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের…

Another Five Lakh Women to Come Under Lakshmir Bhandar Scheme, Big Announcement by Shashi in the Legislative Assembly

বিধানসভা শীতকালীন অধিবেশনে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর বিধানসভায় এই ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, এ রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন।

বিধানসভায় শুক্রবার শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এরপর চলতি বছরে লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার।

   

ডিসেম্বর ২০২৪: আয়কর রিটার্ন, আধার আপডেট এবং ফিক্সড ডিপোজিট রেট পরিবর্তনের গুরুত্বপূর্ণ ডেডলাইন

এই বছরেই বাজেট অধিবেশনে জানানো হয়েছিল, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু করা হবে। এই প্রকল্পে রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যের ২৫-৬০ বছর বয়সি মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বর্তমানে রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।

পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি বছরে জুন মাস পর্যন্ত কতজন মহিলা রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং সেই সুবিধা দিতে গিয়ে কত খরচ হয়েছে রাজ্য সরকারের। এই প্রসঙ্গে মন্ত্রী শশী বলেছেন, রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত।

হাওড়ার বহুতলে আগুন, নার্সদের হস্টেলে আতঙ্ক

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সেই মহিলাদের অনুদান দিতে ১৩,৫২৩.৮৮ কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের। বিধায়কের প্রশ্নের জবাবে শশী পাঁজা আরও ক্যানিয়েছেন, ২৫-৬০ বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে যে মহিলাদের বয়স ৬০ বছর অতিক্রান্ত করে যাবে তাদের বার্ধক্য ভাতা দেওয়া হবে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া এই সিদ্ধান্তে খুশির জোয়ারে ভাসছেন এই প্রকল্পের সুবিধাভোগীরা।