Kamduni Murder: ‘আপনি চুপ’ কামদুনিতেই মুখ্যমন্ত্রী মমতাকে প্রথমবার জনতার ‘ধমক’ খেতে হয়েছিল

কলকাতা থেকে বারাসত খুব দূরে নয়। তবে উত্তর ২৪ পরগনার বারাসতের কামদুনিতে ধর্ষণ ও খুনের (Kamduni murder) ১০ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন…

কলকাতা থেকে বারাসত খুব দূরে নয়। তবে উত্তর ২৪ পরগনার বারাসতের কামদুনিতে ধর্ষণ ও খুনের (Kamduni murder) ১০ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন তখন বিক্ষোভ দেখে তাঁর প্রতিক্রিয়া ছিল এরা সব সিপিএম! আর বিক্ষোভকারীরা তাঁকে বলেছিল আপনিও চুপ করুন! ঘটনাস্থলে কিছুক্ষণ থেকে মমতা চলে আসেন। তবে তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার দোষীদের মৃত্যুদন্ডের সাজা চাইবে। কামদুনি মামলায় দশ বছর পর শুক্রবার কলকাতা হাইকোর্ট যে রায় দিল তাতে ক্ষুব্ধ কামদুনিবাসী। রায়ে তিন জনের ফাঁসি মকুব করে আমৃত্যু কারাদণ্ড আর তিনজের  যাবজ্জীবন বদলে জরিমানা সহ বেকসুর মুক্তি। 

২০১১ সালে রাজ্যে টানা চৌত্রিশ বছরের ক্ষমতা থেকে সরে গেছিল বামফ্রন্ট। সরকার গড়ে তৃণমূল ও কংগ্রেসের জোট। বিধানসভায় বিরোধী দল হয় সিপিআইএম। সরকার বদলের পর ২০১৩ সালে কামদুনির ধর্ষণ ও খুন ঘিরে রাজ্য জুড়ে ছিল বিক্ষোভ পরিস্থিতি। সে বছর ৭ই জুন কলকাতার কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে অপহরণ করা হয়। স্থানীয় একটি নির্মীয়মাণ কারখানায় গণধর্ষিতা হয় ২০ বছরের ছাত্রী। তাকে খুন করা হয়। তদন্তে উঠে আসে হামলাকারীরা সকলেই নেশাগ্রস্ত ছিল। ওই তরুণীকে ধর্ষণের পর দুষ্কৃতীরা তার দেহ চিরে দেয়।

কামদুনিতে এই ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে বিক্ষোভ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। অবরুদ্ধ ছিল কামদুনি। প্রবল চাপের মুখে দশ দিন পর কামদুনি গেছিলেন মমতা।মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে কামদুনিতে বিক্ষোভ ছিল তুঙ্গে। তিনি যখন মৃত ছাত্রীর আত্মীয়দের সাথে কথা বলছিলেন তখন শুরু হয়েছিল বিক্ষোভ। সেই বিক্ষোভকারীরা বেশিরভাগ মহিলা। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান কেন এতদিন তিনি যাননি। বিক্ষোভরত মহিলাদের মমতা বলেছিলেন, “চুপ করুন, বেশি কথা বলবেন না।” তিনি বলেন, “যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা সিপিএমের কর্মী সমর্থক।”

মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে বিক্ষোভ আরও বাড়তে থাকে। নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যান। এতে বিক্ষোভ আরও বাড়ে। দ্রুত সরে আসেন মমতা। তাঁর পিছন পিছন আসতে থাকেন মহিলারা। তখনই শুরু হয় মহিলাদের সাথে মমতার কথা কাটাকাটি। এ রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর কামদুনিতেই মমতা প্রথমবার জনতাকে ধমক দিয়ে বলেন ‘চুপ করুন’। জনতার কাছেই মুখ্যমন্ত্রী মমতাকে প্রথমবার শুনতে হয়েছিল ‘আপনি চুপ করুন’।