Surjya Kanta Mishra: তৃণমূল আমলে চাকরি, গা বাঁচাতে তথ্য দিলেন না অনেকেই!

প্রাথমিক শিক্ষক নিয়োগে চুড়ান্ত বেনিয়ম হয়েছে তা আগেই আন্দাজ করেছিল সিবিআই৷ সেটা যাচাই করতেই ৪২,৯৪৯ জনের নিয়োগের তথ্য তলব করা হয়। কিন্তু পর্ষদের নির্দেশিকা সত্ত্বেও…

প্রাথমিক শিক্ষক নিয়োগে চুড়ান্ত বেনিয়ম হয়েছে তা আগেই আন্দাজ করেছিল সিবিআই৷ সেটা যাচাই করতেই ৪২,৯৪৯ জনের নিয়োগের তথ্য তলব করা হয়। কিন্তু পর্ষদের নির্দেশিকা সত্ত্বেও সমস্ত শিক্ষকরা নথি জমা দিতে পারেননি অথবা জমা করেনি। একথা ট্যুইট করে জানালেন সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক (Surjya Kanta Mishra) সূর্যকান্ত মিশ্র৷

বাম আমলের দীর্ঘ সময়ের মন্ত্রী ও প্রাক্তন বিরোধী দলনেতা সুর্যকান্ত মিশ্র বলেন, ২০১৪ সাল থেকে ২০১৭ সালে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষক/শিক্ষিকার তালিকা এক্সেল শিট আকারে চেয়ে পাঠাল পর্ষদ। এই ৪২,৯৪৯ জনই মূলত সিবিআইয়ের আতশ কাচের তলায়। শোনা যাচ্ছে এখনো বেশ কয়েক হাজার শিক্ষক/শিক্ষিকা তাদের টেট পাশের নথিপত্র জমা করেনি অথবা করতে পারেননি৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এই সংক্রান্ত আরও : Upendranath Biswas : ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত’ আদালতের ভরসাযোগ্য উপেন বিশ্বাস

২০১১ সালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে ৪২, ৯৪৯ জন। সেই সমস্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। সবার নিয়োগ নিয়েই সন্দেহ প্রবল।সোমবার এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই আগামী ১৩ জুলাইয়ের মধ্যে সমস্ত শিক্ষকদের নথি জমা করতে হবে।

বুধবারের মধ্যেই ইমেইল মারফত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়। সেখানে টেটের রোল নম্বর, টেট পাসের সার্টিফিকেট সহ সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেন সেক্রেটারি আরসি বাগচি। কিন্তু সকলে নথি জমা করেননি। দুর্নীতি থেকে গা বাঁচাতেই এড়িয়ে যাচ্ছেন কর্মরত শিক্ষকরা, প্রশ্ন উঠছে।