আলিপুর চিড়িয়াখানা নিয়ে মামলার শুনানি পিছোল

সম্প্রতি চিড়িয়াখানার (Alipore Zoo) অফিস জবর দখল করার অভিযোগ ওঠে, এবার এই নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা পার্টি অফিস জবরদখল করে…

সম্প্রতি চিড়িয়াখানার (Alipore Zoo) অফিস জবর দখল করার অভিযোগ ওঠে, এবার এই নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা পার্টি অফিস জবরদখল করে নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। চিড়িয়াখানা দীর্ঘ দিনের পার্টি অফিস ছিল। করোনা অতিমারীতে চিড়িয়াখানা সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। মহিলা নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়েছেন,যেখানে তিনি আক্রান্ত হওয়ার পরেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।

প্রধান নিরাপত্তা রক্ষীকেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন রাকেশ সিংয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। চিড়িয়াখানা লাগোয়া তিনটি পুলিশ পিকেট থাকা সত্ত্বেও ২০০-৩০০জন বহিরাগত চিড়িয়াখানায় ঢুকে তান্ডব চালিয়েছে। চিড়িয়াখানার ৯ জন কর্মীর পক্ষের আইনজীবী সৃজিব চক্রবর্তীর বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ।’ রাজ্যের পক্ষের আইনজীবী বলেন, ‘বহিরাগত নয়, কিছু চিড়িয়াখানার কর্মীই এই কাজ করেছেন। ২ বছর ধরে কোনও নির্বাচন হয়নি। ৮ জন মানুষ স্মারকলিপি দিতে এসে ছিলেন।’
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ‘কোনও বহিরাগত নয়, তাঁরা প্রত্যেকেই চিড়িয়াখানার কর্মী।’
কতজন মানুষ ঢুখেছিলেন চিড়িয়াখানায়? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন বিচারপতি রাজা শেখর মান্থা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মামলাকারি পক্ষের আইনজীবী চিড়িয়াখানার সিসিটিভি ক্যামেরা ফুটেজ জমা দিতে হবে এবং কতজন চিড়িয়াখানায় ঢুকে ছিলেন তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে অনেকেই সকালে মর্নিং ওয়ার্ক করতে আসেন। চিড়িয়াখানায় পশু পাখিদের ক্ষতি করতে নয় পার্টি অফিসের দীর্ঘ দিনের সমস্যা রয়েছে বলেও জানায় রাজ্য সরকার। পুলিশের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ২৪শে জানুয়ারিতে ৩০০-৪০০জন বহিরাগত জোর করে ঢুকে পড়েন করোনা বিধি না মেনে বলে অভিযোগ। চিড়িয়াখানায় ৮০০ স্থায়ী ও ১৩০জন অস্থায়ী কর্মী কাজ করেন।

জু কর্তৃপক্ষ জানান, একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা ঘটনাস্থলে আসেন।চিড়িয়াখানা কতৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে মামলাকারিদের ওপর আক্রমণের ঘটনায় কতজন ছিলেন।তাঁদের কাছে আগ্নেও অস্ত্র ছিলো কিনা?তাঁরা চিড়িয়াখানার পাঁচিল টপকে ঢুকে ছিলেন কিনা তা আগামীকাল মঙ্গলবার দুপুরে জানাতে হবে কত জন কর্মী করোনা অতিমারীতে কাজ করছেন।আলিপুর চিড়িয়াখানার আজ এবং কাল কর্মী সহ কত মানুষ উপস্থিত ছিলেন।

২৪ শে জানুয়ারি থেকে২৮শে জানুয়ারি পর্যন্ত আদালতে জমা দেওয়ার পাশাপাশি চিড়িয়াখানার সামনে ট্রাফিক পুলিশের যে সিসিটিভি ফুটেজ আগামীকাল সকালের মধ্যেই জমা দিতে হবে। এদিকে আলিপুর এবং ওয়াটগঞ্জ থানার পুলিশের রিপোর্ট তলব কড়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানার ফুটেজ জমা দিতে হবে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি রয়েছে।