Weather Update: সকাল থেকেই আকাশের মুখ ভার, চলবে অবিরাম বৃষ্টি আগামী দু-দিন

সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী এই আবহাওয়া (Weather forecast) বজায় থাকবে আগামী দুদিন। অর্থাৎ সোমবার ও মঙ্গলবার…

সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী এই আবহাওয়া (Weather forecast) বজায় থাকবে আগামী দুদিন। অর্থাৎ সোমবার ও মঙ্গলবার কলকাতার আকাশ তো মেঘলা থাকবেই, পূর্বাভাস মতন অবিরাম বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। কোন কোন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া মোরগ।

আবহাওয়া দফতর জানাচ্ছে কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে এবং সোমবার, মঙ্গলবার ও বধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রাও কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। গতকাল বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার।

হাওয়া অফিস জানাচ্ছে সমুদ্র উত্তাল থাকবে আগামী কয়েকদিন এবং তাই জন্য আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘণ্টা। বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। হাওয়া-অফিস। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এই মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বিহারের মুজফ্ফরপুর ও বাংলার মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে মৌসুমী অক্ষরেখার প্রভাবে ফলে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কয়েকটি জেলায়। সোমবার ভারী বৃষ্টি হবে – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে বজ্রবুদ্যুৎ।

হাওয়া মোরগ জানিয়েছে যে উত্তরবঙ্গের ৫ জেলায়- দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।