ফের বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, মাধ্যমিক পরীক্ষার্থীদের তল্লাশি করবেন কাঁরা?

কলকাতা: মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম সবথেকে বড় পরীক্ষা৷ নিজের বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয় গিয়ে পরীক্ষা দিতে হয়৷ এমনিতেই পরীক্ষার্থীদের উপর একটি মানসিক চাপ থাকে৷ এর…

CBSE Student

কলকাতা: মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম সবথেকে বড় পরীক্ষা৷ নিজের বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয় গিয়ে পরীক্ষা দিতে হয়৷ এমনিতেই পরীক্ষার্থীদের উপর একটি মানসিক চাপ থাকে৷ এর উপর পুলিশ পরীক্ষার্থীদের তল্লাশি চালাতে গেলে তাঁদের বাড়তি মানসিক চাপ হতে পারে৷ পুলিশ তল্লাশিতে তাদের মনে ভীতির সঞ্চার হতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসন৷ তাই এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷

২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ১২ ফেব্রুয়ারি৷ প্রায় প্রতিবছরই কখনও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে কখনও বা পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে৷ চলতি বছরেও ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ আর এবার পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ৷

জানা গিয়েছে, পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়ার দায়িত্ব বহন করবে শিক্ষক-শিক্ষিকারা৷ কেন্দ্রের নিরাপত্তা, টুকলি রুখতে কড়া পদক্ষেপ এবং প্রশ্ন পত্র ফাঁস না হওয়ার জন্য যাবতীয় কড়া পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দায়িত্ব রয়েছে পুলিশের কাঁধে৷ তবে শিক্ষার্থীদের তল্লাশি চালানোর ব্যাপারে পুলিশকে ব্যবহার করা যাবে না বলেই সিদ্ধান্ত নবান্নের৷ রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে এই বিষয়ে নির্দেশিকা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা৷

সেই সঙ্গে পরীক্ষার দিনগুলিতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যায় বাস থাকে সেই বিষয়ে পরিবহণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলা ও শহতলিতে বিদ্যুতের সরবরাহে ব্যঘাত না ঘটে সেই বিষয়েও বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, রাজ্যের বনাঞ্চলের কাছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থাকলে বন্য পশু, হাতি হানা দেওয়ার সম্ভাবনা থাকে৷ তাই অরণ্যের নিকটবর্তী এলাকাগুলিতে ড্রপ গেট বসানোর জন্য জানিয়েছে৷ আগের সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ মিনিটে শুরু হত৷ এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে৷