নবান্ন অভিযান ‘ফ্লপ’ শুনেই কালা দিবস পালনের ডাক বিজেপির

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (Nabanna Aviyan) ঘিরে হাওড়া, কলকাতায় ধুন্ধুমার কান্ড ঘটে। তবে নবান্ন ভবনের ধারে পাশে পৌঁছতে পারেনি বিজেপি সমর্থকরা। দফায় দফায় বিজেপি কর্মী…

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (Nabanna Aviyan) ঘিরে হাওড়া, কলকাতায় ধুন্ধুমার কান্ড ঘটে। তবে নবান্ন ভবনের ধারে পাশে পৌঁছতে পারেনি বিজেপি সমর্থকরা। দফায় দফায় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। নেতারা পরপর আটক হন। এর পরেই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন  বিজেপি (BJP)-র এই কর্মসূচি একেবারে ‘ফ্লপ’ হয়ে গিয়েছে। তাঁর সংযোজন, বিজেপির থেকে বাম শিবির বেশি সফল। কুণালের মন্তব্যের পরেই বুধবার কালা দিবস (Black Day) পালন করবে বিজেপি বলে জানানো হয়।

জানা গিয়েছে, বুধবার জেলায় জেলায় কালা দিবস পালন করবে বিজেপি। কালো ব্যাজ পরে মিছিলে হাঁটবেন নেতা-কর্মীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে নবান্ন অভিযানের রিপোর্ট তলব করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান রুখতে পুলিশ জলকামান ব্যবহার করে। হাওড়া জেলা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে এগোতে গিয়ে জলের তোড়ে দিশেহারা হন বিজেপি সমর্থকরা। মিছিল শুরু হতেহতে শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। ক্ষুব্ধ বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেডি কিম বলেন।

আর বিজেপি রাজ্য সভাপতি নিজের মাথা বাঁচাতে হেলমেট পরে বিক্ষোভে নামেন। তিনি বলেন, একটা ব্যারিকেড ভাঙতে দিন! তাঁর মন্তব্যে শোরগোল পড়ে। পরে কলকাতায় বিজেপি সমর্থকরা পুলিশের গাড়িতে আগুন ধরান বলে অভিযোগ। 

নবান্ন অভিযানের জন্য উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ট্রেন, গাড়ি ভাড়া করে সমর্থক আনে বিজেপি। এর জন্য ১১ কোটি টাকার বেশি খরচ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে।