Kolkata AQI: বায়ুদূষণের সেরা হতে ভারতের তীব্র লড়াই চলছে, বিশ্ব সেরা কলকাতা দ্বিতীয় ঢাকা

বায়ু দূষণে বাংলা বিশ্ব সেরা! এও এক অর্জন কটাক্ষ করে বলছেন বিশ্লেষকরা। শনিবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের তুল্যমূল্য তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দিল্লিকে…

বায়ু দূষণে বাংলা বিশ্ব সেরা! এও এক অর্জন কটাক্ষ করে বলছেন বিশ্লেষকরা। শনিবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের তুল্যমূল্য তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দিল্লিকে পিছনে ফেলে কলকাতা হলো বিশ্বের সেরা দূষিত বায়ুর নগরী। তবে কলকাতার থেকে শিরোপা ছিনিয়ে নিতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তাদের সাথে দৌড়চ্ছে পাকিস্তানের অন্যতম নগরী লাহোর।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধর সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের সূচক অনুসারে শনিবার কলকাতার দখলে ২৪২ পয়েন্ট। এই সময় ঢাকার স্কোর ছিল ১৯৬ পয়েন্ট। আর লাহোর ছিল ১৮৩ পয়েন্টে। অর্থাত বিশ্বের সেরা তিনটি বা়যু দূষিত নগরী হলো এশিয়ার তথা তিন প্রতিবেশি দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। বায়ুদূষণের সেরা হতে তিন দেশ ক্রমাগত লড়াই করে চলেছে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই পরিসংখ্যান বা AQI সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার তথ্য দেয় ও সতর্ক করে। সেই তালিকা ধরে শনিবার বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের শহর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন। দ্বিতীয় নরওয়ের অসলো ও কানাডার মন্ট্রিল। ইউক্রেনের রাজধানী কিয়েভ রয়েছে নির্মল বাতাসের শহরের তালিকায় ১০ নম্বরে। 

AQI সূচক বলছে স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ (বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা)। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে, তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আরও ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।