Adhir Chowdhury: চিকিৎসকদের একাংশ সরকারের মদতে দুর্নীতির সাথে জড়িত: অধীর

আজ অর্থাৎ শনিবার দুপুরে প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ মিছিল হয়। এসএসকেএম হাসপাতালে রুগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতালকে রিসোর্টে পরিণত করেছেন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের নেতারা।…

Adhir Ranjan Chowdhury

আজ অর্থাৎ শনিবার দুপুরে প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ মিছিল হয়। এসএসকেএম হাসপাতালে রুগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতালকে রিসোর্টে পরিণত করেছেন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের নেতারা। এই স্লোগানেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যদুবাবুর বাজার থেকে SSKM পর্যন্ত মিছিল।

SSKM হাসপাতালে ডেপুটেশন জমা দিতে যাবেন কং-নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার আগে ভবানীপুরে বক্তব্য রাখেন তিনি। ভবানীপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী জানান, “মুমূর্ষু রোগী চিকিৎসা না পেয়ে মারা যায়, আর সেই হাসপাতালে অপরাধীরা চিকিৎসা পায়। অনায়াসে যাতায়াত থেকে চিকিৎসার নামে ভর্তি থাকা দিনের পর দিন, এসব চলে এই হাসপাতালে।”

“আজকে এসএসকেএস হাসপাতালে অনায়াসে যাতায়াত থেকে চিকিৎসার নামে ভর্তি থাকা দিনের পর দিন, অথচ সাধারণ মানুষ বেড না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হাসপাতালের বাইরে নিঃস্বাস ত্যাগ করে তারা মারা যায়। দূর-দূরান্ত থেকে আমরাও পেশেন্ট পাঠাই, আমাদেরকে কোন গুরুত্ব দেওয়া হয়না। সেই সমস্ত ওয়ার্ড ভরে আছে রাজনৈতিক অপরাধীদের দ্বারা। এবং এই কর্তৃপক্ষ সরাসরি এই অপরাধে যুক্ত। কর্তৃপক্ষ অপরাধে যুক্ত বলেই আজকে সেই সমস্ত অপরাধীরা আইনের বেড়াজাল থেকে বেরিয়ে আসছে হাসপাতালের এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে।“

“তাই এখানকার কর্তৃপক্ষকেও আমরা অপরাধী বলেও চিহ্নিত করতে চাই। ডাক্তার নয়, কর্তৃপক্ষকে। ডাক্তারকে আমরা বলি যে তারা হলেন চলমান ভগবান। কোথায় গেল সেই ডাক্তারদের চরিত্র? হিপোক্র্যাটিক ওথ নিয়ে আপনারা পড়াশোনা করে বড় হয়েছেন মানুষের সেবা করার জন্যে। আপনাকে ডাক্তার করতে আমার জেলা, আমার রাজ্য,এই দেশের গরীব মানুষ সরকারকে অর্থ দিয়েছেন। একজন ডাক্তার হয় সাবসিডাই রেটে, স্বস্তায় ডাক্তার হয়। ডাক্তারী পড়ার জন্য খরচ সব ডাক্তার দিতে পারেনা ডাক্তারি পড়বার সময়। সেই টাকা দেয় কে? আমি, আপনি,আমাদের পকেটের ট্যাক্স। অর্থ্যাৎ একটা ডাক্তার তৈরি হয় অনুদানের অর্থ পাথেও করে। সেই অনুদানের অর্থ দেয় কে? বাংলার মানুষ। তাই ডাক্তারবাবুরা, আপনাদেরও দায়িত্ব-কর্তব্য নৈতিকতাকে বজায় রাখবেন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন।“ সকলকে আহবান জানান মিছিল করে ডেপুটেশন দিতে যেতে অংশ নিতে।