Mumbai: মুম্বইয়ে জ্বলছে বহুতল, ভিতরে আর্তনাদ

মুম্বই (Mumbai) সংলগ্ন ডোম্বিভলির কাছে খোনি পালাওয়ার ডাউন টাউন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে, সপ্তম তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পুলিশ জানিয়েছে, সমস্ত বাসিন্দাকে…

Mumbai Fire

মুম্বই (Mumbai) সংলগ্ন ডোম্বিভলির কাছে খোনি পালাওয়ার ডাউন টাউন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে, সপ্তম তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পুলিশ জানিয়েছে, সমস্ত বাসিন্দাকে যথাসময়ে নিরাপদে বের করে আনা হয়েছে। জানা গেছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার ব্রিগেডের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে আগুন লাগে বলে খবর।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিল্ডিংয়ের মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন ইলেকট্রিক তারের মাধ্যমে বাকি ফ্লোরের গ্যালারি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য দমকলের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। কেউ ওই বিল্ডিংয়ে আটকে নেই। এটাই সবথেকে স্বস্তির বিষয় বলে জানাচ্ছে পুলিশ।

   

এই বিল্ডিংয়ের আগুন কতটা ভয়াবহ, তা সামনে আসা একটি ভিডিও থেকেই বোঝা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, নিচতলা থেকে উঠে আসা আগুন পুরো বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া।

ওই বিল্ডিংয়ে তৃতীয়তল পর্যন্ত বসবাসের জন্য ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আগুন লাগান কারণে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা। তবে তাদের নিরাপদে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে।

খবর পেয়ে দমকলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। এক আধিকারিক জানিয়েছেন দুপুর ২টো নাগাদ আগুন লাগে। এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন কুলিংয়ের কাজ চলছে।

কয়েকদিন আগে সোমবার দক্ষিণ দিল্লির অমর কলোনি এলাকার একটি বিল্ডিংয়ে আগুন লাগার খবর আসে। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে, বিকেল ৪টার দিকে বিল্ডিংয়ের প্রথম তলায় আগুন লাগার খবর পান তারা। ডিএফএস-এর এক আধিকারিক জানিয়েছেন, দমকলের তিনটি ইঞ্জিনকে কাজে লাগানো হয় এবং বিকেল ৪.৪৫ নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লাজপত নগরের অমর কলোনি বাজারে আসবাবপত্র বিক্রির বেশ কয়েকটি দোকান রয়েছে।