Nusrat Jahan: প্রায় সাড়ে ৬ ঘন্টা পর ইডির দফতর থেকে বেরোলেন নুসরত

৬ ঘণ্টা ২৯ মিনিটের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্স থেকে বের হতে দেখা গেল তৃণমূল সাংসদ (Nusrat Jahan) নুসরত জাহানকে। এদিন সকাল ১০টা ৪৫…

৬ ঘণ্টা ২৯ মিনিটের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্স থেকে বের হতে দেখা গেল তৃণমূল সাংসদ (Nusrat Jahan) নুসরত জাহানকে। এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেসে আসেন, বিকাল ৫টা ১১ মিনিট নাগাদ তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের হতে দেখা যায়।

সিজিও কমপ্লেক্স থেকে  নুসরতকে হাসতে হাসতে বেরিয়ে আসতে দেখা যায়। এদিন তাকে বেশ আত্মবিশ্বাসীও দেখায়। তবে ফের ডাকা হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিশেষ কিছু বলতে চাননি। তবে তিনি এটা জানিয়েছেন, তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

ইডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তার বয়ান রেকর্ড করা হয়েছে। যে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে সেই সংস্থায় ডিরেক্টর হিসাবে তার কী ভূমিকা ছিল, কীভাবে তিনি ডিরেক্টর হয়েছিলেন, কোনওভাবে তিনি আর্থিকবাবে লাভবান হয়েছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তদন্তকারীরা।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রতারণার দুকোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন নুসরত। ফ্ল্যাট কেনার টাকার উৎস সম্পর্কিত যাবতীয় নথি, আয়-ব্যয়ের হিসাব, ব্যঙ্ক ডিটেলস জমা দিয়েছেন তিনি। সেই সমস্ত নথি দেখেই রাকেশ সিং ও রূপলেখা মিত্র সহ ওই সংস্থার বাকিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে ভাবনাচিন্তা করবেন ইডির আধিকারিকার। ইডি সূত্রে খবর, ফের যদি নুসরতকে ডাকার প্রয়োজন পড়ে তাহলে তা করা হবে।