ED: দুর্নীতির তদন্তে জেরায় হাজিরা দেবেন না অভিষেক

নিয়োগ দুর্নীতির তদন্তে এবারের জেরায় হাজিরা দেবেন না তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে দলের হয়ে ধর্না কর্মসূচিতে থাকবেন। রাজ্যকে আর্থিক বঞ্চনা করে…

নিয়োগ দুর্নীতির তদন্তে এবারের জেরায় হাজিরা দেবেন না তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে দলের হয়ে ধর্না কর্মসূচিতে থাকবেন। রাজ্যকে আর্থিক বঞ্চনা করে চনেছে কেন্দ্রের বিজেপি সরকার এই অভিযোগে দিল্লিতে বিরাট ধর্না সমাবেশ করবে তৃণমূল। অভিযোগ, ED-কে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে কেন্দ্র সরকার।সমাবেশের দিনই ইডি জেরায় ডেকেছে। এর আগে বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন অভিষেককে ইডি জেরা করেছিল

আগামী ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘটনাচক্রে ওই দিন দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেই দিনই তলব নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন অভিষেক। বলেছেন সরকার ভীত।

   

আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি উল্লেখ করেছেন, “রাজ্যের প্রাপ্য টাকার দাবি জানিয়ে যে দিন দিল্লিতে কর্মসূচি রয়েছে, সেদিনই তলব করা হল। এতেই প্রমাণ হয় আসলে কারা ভয় পাচ্ছে।” চলতি মাসেই ইডি তলব করেছিল অভিষেককে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, ২ ও ৩ রা অক্টোবর ধর্ণা কর্মসূচিতে যোগ দেবেন তিনি।‌ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিসে সাড়া দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাচ্ছেন তিনি। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন সে কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “সব বাধার মধ্যেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পারলে আমাকে আটকে দেখান, চ্যালেঞ্জ অভিষেকের। এর আগে এক্স হ্যান্ডেলেই তিনি জানিয়েছিলেন, ইডি তাকে আবারও তলব করেছে।”

আগামী ৩ অক্টোবর কলকাতার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। বৃহস্পতিবারই এ সংক্রান্ত নোটিস পৌঁছেছে তার কাছে। এদিকে ২ ও ৩ অক্টোবর অভিষেকের দিল্লির কর্মসূচি বহুদিন আগেই নির্ধারিত। এই অবস্থায় তিনি যে দিল্লির ধর্না কর্মসূচিতেই থাকবেন, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন।