ধর্মতলার ধরনা মঞ্চ ‘উপেক্ষা’ করে কালিঘাটে ‘পিসিবাাড়ি’তে অভিষেক

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ৷ রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সকাল থেকে শনিবার…

Abhishek Banerjee absent in Mamata Banerjee's dharna

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ৷ রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত ছিলেন তিনি৷ কিন্তু তারপরেও চলছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ৷

শুক্রবার ধরনা মঞ্চ থেকে আগামী ১০ দিনের কর্মসূচি ঠিক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাকি দিনগুলি সেই মঞ্চে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির থাকার তালিকা তিনি করে দিয়েছিলেন৷ যদিও সেই তালিকায় নাম ছিল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ সেই সঙ্গে ধরনা মঞ্চেও তাঁকে দেখা যায়নি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে কেন নেই, তিনি কোথায়? তা নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন৷ মঙ্গলবার কলকাতা ফিরেছেন তিনি৷ এদিন ফিরেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তিনি৷ এরপরই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে তাঁকে দেখতে পাওয়া যেতে পারে, রাজনৈতিক মহলে তেমনই জল্পনা ছড়িয়েছে৷

ধরনা মঞ্চে অভিষেকের অনুপস্থিতির কারণ স্বরূপ দলীয় নেতাদের কেউ কেউ জানিয়েছিলেন অভিষেক সুস্থ নেই৷ আবার কোনও কোনও সূত্রে শোনা গিয়েছিল, চিকিৎসার জন্যই অভিষেক দিল্লিতে রয়েছেন৷ ৮ তারিখ বাজেট পেশ৷ একাধিক নতুন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে মঙ্গলবার কালীঘাটে মমতার বাড়িতে বাজেট প্রস্তুতি নিয়ে অভিষেকের সঙ্গে আলোচনা হতে পারে সূত্র মারফত জানা গিয়েছে৷