TMC: সন্দেশখালি নিয়ে রাজনীতি হয়েছে, দাবি অভিষেকের

বিএসএসএ ফুটবল মাঠে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে নজর ছিল অনেকেরই। বিগত বেশ মাস ধরেই সন্দেশখালির ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। উঠে এসেছিল শেখ শাজাহানের…

avishek banerjee

বিএসএসএ ফুটবল মাঠে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে নজর ছিল অনেকেরই। বিগত বেশ মাস ধরেই সন্দেশখালির ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। উঠে এসেছিল শেখ শাজাহানের নাম। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি, যে কেন্দ্রের সাংসদ নুসরত জাহান কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন বিগত কয়েকমাস ধরে। একের পর জমি দখল থেকে মহিলা নির্যাতনের অভিযোগে কোণঠাসা হয়ে পড়ে ঘাসফুল শিবির, এবার সেই বসিরহাট কেন্দ্রে লোকসভা ভোটের প্রচারে এসে কী বলেন তৃণমূলের সেনাপতি।

Advertisements

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বললেন, ” ১০ বছরে কী করেছে বিজেপি ?বলতে পারবেন? ” এখানেই শেষ নয়, তিনি সারাসরি বললেন, ”প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন। ” তিনি অভিযোগ করেন, ”২১ শে হারের পর ১০ পয়সা দেয়নি কেন্দ্র!” সেই সঙ্গে তিনি আবার তোপ দাগেন যে, ”২ কোটি চাকরি কোথায় ? কোথায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি? কোথায় ১৫ লাখ টাকা?” গত সভাতেও তিনি বিজেপিকে সারাসরি টক্কর নেওয়ার হুঁশিয়ারি দেন, শ্বেতপত্র প্রকাশের বিষয়ে তিনি আজকেও বলেন, ” রাজনীতি ছেড়ে দেব, শ্বেতপত্র প্রকাশ করলে!” তিনি আরও অভিযোগ করেন, ” বিজেপি ১০০ দিনেরও টাকা দেয়নি।” অপরদিকে ঘাসফুল শিবিরের কাজের তালিকা তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন, এছাড়াও তিনি দাবী করলেন , ” দিদির গ্যারেন্টি লাইফ টাইম।”

   

তবে সন্দেশখালি প্রসঙ্গে তিনি বললেন, ” সন্দেশখালি নিয়ে রাজনীতি হচ্ছে।” শেখ শাজাহানের প্রসঙ্গ তুলে তিনি বললেন, ” রাজ্য পুলিশ কিন্তু তাঁকে আটক করেছে, ইডি-সিবিআই কী করেছে ?” তিনি আরও বললেন, ” তৃণমূলের কেউ কিছু ভুল করলে তার শাস্তি হবে।” প্রসঙ্গ টানলেন পার্থ চট্টোপাধ্যায়ের, জ্যোতিপ্রিয় মল্লিকের।