Bowbazar: গার্ডেনরিচের স্মৃতি উস্কে বউবাজারে ভেঙে পড়ল বাড়ি

গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিপত্তি। এবার বউবাজারে (Bowbazar) ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে বাড়ির ভাঙার কাজ…

গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিপত্তি। এবার বউবাজারে (Bowbazar) ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে বাড়ির ভাঙার কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে।

বাড়ি ভাঙার কাজ চলাকালীন ভাঙল পাশের বাড়ির দেওয়াল। এছাড়া আশেপাশের বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। প্রোমোটার নিয়ম না মেনে কাজ করছিল, যে কারণে এই বিপত্তি বলে দাবি স্থানীয়দের। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সমগ্র এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। এহেন ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে সকলের। 

গত ১৬ মার্চ শনিবার গভীর রাতে গার্ডেনরিচে একটি ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। এই ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হন আরও বেশ কিছু জন। গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার করা হয় রাজমিস্ত্রিকে। এর আগে প্রোমোটার মহম্মদ ওয়াসিম ও জমির মালিক মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও রাজমিস্ত্রিকে গ্রেফতার করার ফলে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল তিন। 

বহুতল বিপর্যয়ের পরেই একের পর এক অভিযোগ ছুটে এসেছে শাসক দলের দিকে। উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ। সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বলেন, “‘ বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়।”

 

তিনি আরও বলেন, ” আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। ” এদিকে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত এবং আহতদেরকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।