Heat Stroke: প্রচন্ড গরমে অটোর মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যু, চাঞ্চল্য সোনারপুরে

প্রচণ্ড গরমে অটোতে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোনারপুরের চোহাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোহাটি যাওয়ার জন্য পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন তিনি।…

Auto Taxi Fare Hike

short-samachar

প্রচণ্ড গরমে অটোতে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোনারপুরের চোহাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোহাটি যাওয়ার জন্য পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন তিনি। তিনি মাঝপথে অটোতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । মঙ্গলবার সকালের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চোহাটি যাওয়ার জন্য পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন তিনি। যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীরা তাঁকে সোনারপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও তখনও তাঁর পরিচয় অজানা ছিল। অটোচালকরা তাঁর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর পরিচয় জানতে পারেন। জানা গিয়েছে, মৃতার নাম শাকিলা বিবি, তাঁর বয়স ৬২।

ঘটনাস্থলে পৌঁছেছে সোনারপুর থানার পুলিশ। জানা গিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও সবে এপ্রিল মাসের মাঝামাঝি , তার মাঝে এইরকম গরমে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে।