Digha Train Accident: রবিবাসরীয় সকালে ভয়ঙ্কর কাণ্ড! দিঘাগামী ট্রেনের সঙ্গে মোটর ভ্যানের ধাক্কা

রবিবাসরীয় সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিঘাগামী লোকাল ট্রেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিঘাগামী লোকাল ট্রেনের সঙ্গে বালি বোঝাই মেশিন ভ্যানের…

digha

রবিবাসরীয় সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিঘাগামী লোকাল ট্রেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিঘাগামী লোকাল ট্রেনের সঙ্গে বালি বোঝাই মেশিন ভ্যানের ধাক্কা। রবিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে কাঁথির নাচীন্দায় কাছে। এদিন মেচেদা থেকে লোকাল ট্রেনটি যখন দিঘার দিকে যাচ্ছিল সেই সময় নাচীন্দার কাছে একটি বালি বোঝাই মেশিন ভ্যান রেল লাইনে উঠে যায়।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, ওই অংশে রেল গেট না থাকার জন্যই এমন ঘটনা ঘটে। ট্রেনে থাকা যাত্রীদের বয়ান অনুযায়ী, নাচিন্দার কাছে হঠাৎ একটি ঝাঁকুনি অনুভব হয়। কামরায় উপস্থিত প্রত্যেকেই ভয় ভয় পেয়ে যায় বলে জানা গিয়েছে এরপরই ট্রেনটি দাঁড়িয়ে যায়। অনেক যাত্রীরাই ট্রেন থেকে নেমে পড়েন। কিন্তু প্রশ্ন উঠেছে রেলগেট বিহীন ক্রসিং দিয়ে কেনইবা আসা যাওয়া করা হয়। শুধু তাই নয় অনেকেই যাত্রী সুরক্ষার কথাও বলেছেন।

   

ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রেলের কর্তারা। জানা গিয়েছে, ওই মোটরভ্যানের গাড়ি চালক বিপদ বুঝে নেমে যান। ফলে প্রাণে বেঁচে যান তিনি। ট্রেনটি সজোরে ওই ভ্যানটিতে আঘাত করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পাওয়া খবর পর্যন্ত ওই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে শুরু করেছেন। পরিষেবা কখন স্বাভাবিক হবে সেটা এখনও জানা যায়নি। রেল সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। লাইন ঠিক করা হচ্ছে বলে জানা গিয়েছে।